জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি কেনা নিয়ে বিরোধের জেরে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন। আজ সোমবার ভোর হতে সংঘর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান। সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন মাওলানা সালেহ আহমদ (৩৪)।
নিহত ব্যক্তি ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সঙ্গে হাউদপাড়া গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা ১০ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ঘটনায় পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনার মধ্যস্থতা করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হন।
অপরদিকে ঘটনার নিয়ন্ত্রণে আনতে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা পর সিলেট তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিনসহ প্রমুখ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি কেনা নিয়ে বিরোধের জেরে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন। আজ সোমবার ভোর হতে সংঘর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান। সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন মাওলানা সালেহ আহমদ (৩৪)।
নিহত ব্যক্তি ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সঙ্গে হাউদপাড়া গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা ১০ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ঘটনায় পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনার মধ্যস্থতা করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হন।
অপরদিকে ঘটনার নিয়ন্ত্রণে আনতে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা পর সিলেট তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিনসহ প্রমুখ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৬ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে