বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর নালা থেকে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সন্ধ্যা নদীর নালা থেকে তার মরদেহ উদ্ধার করেন বাবুগঞ্জ থানা-পুলিশ।
নিহত মরিয়ম বেগম পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত মো. হারুন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। ২ ছেলে চাকরি করেন এবং ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মো. আসিফ ৫ম শ্রেণির ছাত্র।
ছোট ছেলে মো. আসিফকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যার পরে মো. আসিফ পার্শ্ববর্তী সরিকল ইউনিয়নে তার ছোট বোনের শ্বশুর বাড়িতে বোনকে আনতে যান। বাড়িতে একা থাকার সুবাদে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার মরদেহ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে সন্ধ্যা নদীর একটি নালায় ফেলে রাখেন।
স্থানীয় এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান জানান, নিহতের প্রতিবেশী আনিচ হাওলাদারের স্ত্রী জাহান আরা বেগম বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে নিহতের বাসায় যান। বাসার দরজা খোলা দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করলে তিনি ঘরের বেড়া ভাঙা এবং রক্ত দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরে আমি বাবুগঞ্জ থানা-পুলিশকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন।
পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি থেকে ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর একটি নালার মধ্যে মরিয়ম বেগমের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহের মাথায় গভীর ক্ষত চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর নালা থেকে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সন্ধ্যা নদীর নালা থেকে তার মরদেহ উদ্ধার করেন বাবুগঞ্জ থানা-পুলিশ।
নিহত মরিয়ম বেগম পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত মো. হারুন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। ২ ছেলে চাকরি করেন এবং ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মো. আসিফ ৫ম শ্রেণির ছাত্র।
ছোট ছেলে মো. আসিফকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যার পরে মো. আসিফ পার্শ্ববর্তী সরিকল ইউনিয়নে তার ছোট বোনের শ্বশুর বাড়িতে বোনকে আনতে যান। বাড়িতে একা থাকার সুবাদে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার মরদেহ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে সন্ধ্যা নদীর একটি নালায় ফেলে রাখেন।
স্থানীয় এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান জানান, নিহতের প্রতিবেশী আনিচ হাওলাদারের স্ত্রী জাহান আরা বেগম বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে নিহতের বাসায় যান। বাসার দরজা খোলা দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করলে তিনি ঘরের বেড়া ভাঙা এবং রক্ত দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরে আমি বাবুগঞ্জ থানা-পুলিশকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন।
পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি থেকে ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর একটি নালার মধ্যে মরিয়ম বেগমের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহের মাথায় গভীর ক্ষত চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৩ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে