নিজস্ব প্রতিবেদক, সিলেট

জঙ্গি হামলার হুমকিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। আজ বুধবার (৯ নভেম্বর) এসএমপির কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তিনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘জঙ্গি হামলার আশঙ্কায় অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার একটি সাধারণ ডায়েরি করেছেন।’
জিডির বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার (৭ নভেম্বর) একটি পত্রিকার সংবাদে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গিরা যাকে ইসা নামে চেনে তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তাঁর ওপর হামলার ছক এঁকেছেন। মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছেন।
ওসি আরও জানান, জবানবন্দিতে তিনি জানান ২০২০ সালে সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবন্ধ গণধর্ষণের ঘটনা ঘটে। জঙ্গি ইসার ভাষ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি হয়নি। তাঁর (আসামি) বিশ্বাস রনজিত সরকারের কারণে অপরাধীরা পার পেয়েছেন।
এ বিষয়ে অ্যাড. রনজিত চন্দ্র সরকার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠনসহ আমার যে কোনো প্রতিপক্ষ আমার জীবননাশসহ যে কোনো ক্ষতি সাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

জঙ্গি হামলার হুমকিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। আজ বুধবার (৯ নভেম্বর) এসএমপির কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তিনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘জঙ্গি হামলার আশঙ্কায় অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার একটি সাধারণ ডায়েরি করেছেন।’
জিডির বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার (৭ নভেম্বর) একটি পত্রিকার সংবাদে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গিরা যাকে ইসা নামে চেনে তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তাঁর ওপর হামলার ছক এঁকেছেন। মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছেন।
ওসি আরও জানান, জবানবন্দিতে তিনি জানান ২০২০ সালে সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবন্ধ গণধর্ষণের ঘটনা ঘটে। জঙ্গি ইসার ভাষ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি হয়নি। তাঁর (আসামি) বিশ্বাস রনজিত সরকারের কারণে অপরাধীরা পার পেয়েছেন।
এ বিষয়ে অ্যাড. রনজিত চন্দ্র সরকার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠনসহ আমার যে কোনো প্রতিপক্ষ আমার জীবননাশসহ যে কোনো ক্ষতি সাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২২ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে