সিলেট প্রতিনিধি

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
মারা যাওয়া দুজন হলেন-ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তাঁদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত তারেকের ছোটভাই সোহাগ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটে ভাই মারা যান। আজ সোমবার আড়াইটার দিকে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। রাত ১০টার দিকে এলাকায় তাঁকে দাফন করা হবে। চার বছরের একটি মেয়ে রেখে ভাই মারা গেলেন। এখন তাদের কীভাবে সান্ত্বনা জানাব?’
নিহত বাদল দাসের ভাগনা টিটু দাস বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে বাদল দাসের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। সিলেটের শাহপরানে তাঁর ভাড়া বাসার এলাকায় তাঁকে দাহ করা হবে।’
বাদল দাসের ওপর সংসারের দায়-দায়িত্ব ছিল জানিয়ে টিটু দাস বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো। এখন এই পরিবারটা কীভাবে সমানে চলবে তা ভেবে পাচ্ছি না।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ নয়জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
মারা যাওয়া দুজন হলেন-ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তাঁদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত তারেকের ছোটভাই সোহাগ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটে ভাই মারা যান। আজ সোমবার আড়াইটার দিকে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। রাত ১০টার দিকে এলাকায় তাঁকে দাফন করা হবে। চার বছরের একটি মেয়ে রেখে ভাই মারা গেলেন। এখন তাদের কীভাবে সান্ত্বনা জানাব?’
নিহত বাদল দাসের ভাগনা টিটু দাস বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে বাদল দাসের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। সিলেটের শাহপরানে তাঁর ভাড়া বাসার এলাকায় তাঁকে দাহ করা হবে।’
বাদল দাসের ওপর সংসারের দায়-দায়িত্ব ছিল জানিয়ে টিটু দাস বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো। এখন এই পরিবারটা কীভাবে সমানে চলবে তা ভেবে পাচ্ছি না।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ নয়জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৩ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে