সিলেট প্রতিনিধি

সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার ঘটনায় দুই মূলহোতা শামীমা বেগম মার্জিয়ার নানি ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটভাইয়ের বাড়িতে মারা যান তিনি।
গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলে মেম্বারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, কুতুবজান বিবি এই মামলার আসামি নয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাঁকে রোববার ভোরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাঁকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘আলোচিত মুনতাহা হত্যা মামলার সব গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছেন।’
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনার বয়স প্রায় ৯০ বছর হবে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার রাতে আমার জিম্মায় উনাকে ছেড়ে দেয়। পরে আমি খোঁজ নিয়ে ভাইদের কাছে দেই। যোহরের নামাজের পরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’
আরও পড়ৃন:

সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার ঘটনায় দুই মূলহোতা শামীমা বেগম মার্জিয়ার নানি ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটভাইয়ের বাড়িতে মারা যান তিনি।
গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলে মেম্বারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, কুতুবজান বিবি এই মামলার আসামি নয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাঁকে রোববার ভোরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাঁকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘আলোচিত মুনতাহা হত্যা মামলার সব গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছেন।’
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনার বয়স প্রায় ৯০ বছর হবে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার রাতে আমার জিম্মায় উনাকে ছেড়ে দেয়। পরে আমি খোঁজ নিয়ে ভাইদের কাছে দেই। যোহরের নামাজের পরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’
আরও পড়ৃন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
২ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) জেলার তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
সেতুর মুখে সড়কের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে শত শত যানবাহন ও পথচারী।
৩ ঘণ্টা আগে