নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
রাত ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁর নিজের ও বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বিগত ছয়-সাত বছর ধরে সিটি করপোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে অনুমোদন সাপেক্ষে তিন শিফটে এ কাজে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। আজ হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে তাদের প্রত্যাহার করায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সিটি নির্বাচন সামনে রেখে এমন তৎপরতা বলে অভিযোগ মেয়রের।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, নির্বাচনের বিষয়ে তিনি ২০ মে তাঁর অবস্থান নগরবাসীর সামনে তুলে ধরবেন। এর আগেই তাঁর নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি মানসিক চাপে রয়েছি। একজন সাধারণ নাগরিক হিসেবেও তো সরকারের কাছে নিরাপত্তা চাইলে সেটা পাওয়ার আমার নাগরিক অধিকার রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সামান্যতম সৌজন্যতাও দেখানো হয়নি। কোনো ধরনের নোটিশ ছাড়াই এমনটি করা হয়েছে। এখন আমি নিশ্চিত যে, আমার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এটা কোনোভাবেই কাম্য নয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা আনসার কমান্ডার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে জানান, ‘নিয়মানুযায়ী অনুমোদনহীন যেসব জায়গায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করতেন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
ছয়-সাত বছর ধরে নিরাপত্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বি বলেন, ‘সিটি করপোরেশন ও তার স্থাপনার নিরাপত্তার অনুমোদন রয়েছে। মেয়র মহোদয় এবং ওনার বাসায় নিরাপত্তার অনুমোদন নেই।’

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
রাত ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁর নিজের ও বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বিগত ছয়-সাত বছর ধরে সিটি করপোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে অনুমোদন সাপেক্ষে তিন শিফটে এ কাজে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। আজ হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে তাদের প্রত্যাহার করায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সিটি নির্বাচন সামনে রেখে এমন তৎপরতা বলে অভিযোগ মেয়রের।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, নির্বাচনের বিষয়ে তিনি ২০ মে তাঁর অবস্থান নগরবাসীর সামনে তুলে ধরবেন। এর আগেই তাঁর নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি মানসিক চাপে রয়েছি। একজন সাধারণ নাগরিক হিসেবেও তো সরকারের কাছে নিরাপত্তা চাইলে সেটা পাওয়ার আমার নাগরিক অধিকার রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সামান্যতম সৌজন্যতাও দেখানো হয়নি। কোনো ধরনের নোটিশ ছাড়াই এমনটি করা হয়েছে। এখন আমি নিশ্চিত যে, আমার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এটা কোনোভাবেই কাম্য নয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা আনসার কমান্ডার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে জানান, ‘নিয়মানুযায়ী অনুমোদনহীন যেসব জায়গায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করতেন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
ছয়-সাত বছর ধরে নিরাপত্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বি বলেন, ‘সিটি করপোরেশন ও তার স্থাপনার নিরাপত্তার অনুমোদন রয়েছে। মেয়র মহোদয় এবং ওনার বাসায় নিরাপত্তার অনুমোদন নেই।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে