বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক এই রায় দেন। এ ছাড়া মামলায় অভিযুক্ত আরও চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি।
মামলার বাদী ও সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব মামলার রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া চারজন হলেন–বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আসেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তার গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
পরে সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এ ছাড়া মামলায় আরও চারজনের নাম উল্লেখ করা হয়।

সিলেটের বিশ্বনাথে সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার সিলেটের দ্রুত বিচার সিনিয়র আদালত-১ এর বিচারক এই রায় দেন। এ ছাড়া মামলায় অভিযুক্ত আরও চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি শামীম আহমদ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি।
মামলার বাদী ও সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব মামলার রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া চারজন হলেন–বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ১০ আগস্ট সিলেটের বিশ্বনাথে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আসেন সংসদ সদস্য মোকাব্বির খান। এ সময় তার গাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
পরে সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ। এ ছাড়া মামলায় আরও চারজনের নাম উল্লেখ করা হয়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
৪১ মিনিট আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
৪৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে