জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

লন্ডনে টেমস নদী থেকে সুমা বেগম নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১১ মে) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
লন্ডন পুলিশ গণমাধ্যমকে জানায়, বর্তমানে সুমা বেগমের (২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সুমার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে। সুমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঠাকুর মিয়ার মেয়ে।
সুনামগঞ্জে সুমার স্বজনেরা জানান, চার বছর আগে বোনের দেবর ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আমিনুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুমা বেগমের। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান সুমা। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের অরচার্ড প্যালেসের একটি বাসায় থাকতেন এই দম্পতি। তাঁদের আড়াই বছর ও চার মাসের দুটি সন্তান রয়েছে।
লন্ডন পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল আমিনুর রহমানকে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে বলেন তাঁর স্ত্রী সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমিনুর।
এরপর থেকে সুমাকে খুঁজতে শুরু করে পুলিশ। এর মধ্যে সুমার স্বামী আমিনুর আত্মগোপন করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
লন্ডন মহানগর পুলিশ স্থানীয় এক বাসিন্দার ফোন কল পেয়ে গত বুধবার (১০ মে) সকালে টেমস নদী থেকে সুমার লাশ উদ্ধার করে।
পুলিশ ১১ দিন খোঁজার পর টেমস নদীতে ফেলে দেওয়া স্থান থেকে প্রায় ছয় মাইল দূর থেকে গতকাল বৃহস্পতিবার সুমার মরদেহ উদ্ধার করে।
লন্ডনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গত ৯ মে আমিনুর রহমানকে ফৌজদারি আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৫ জুলাই আমিনুরের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক নাইজেল লিকলি কেসি।
আদালতের কৌঁসুলি টম ব্রুমফিল্ডের উদ্ধৃতি দিয়ে লন্ডনের দ্য সান পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ‘সুমা বেগমকে হত্যা করে বা জীবিত অবস্থায় হাত-পা বেঁধে স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেওয়া হয়।’

লন্ডনে টেমস নদী থেকে সুমা বেগম নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১১ মে) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
লন্ডন পুলিশ গণমাধ্যমকে জানায়, বর্তমানে সুমা বেগমের (২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সুমার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে। সুমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঠাকুর মিয়ার মেয়ে।
সুনামগঞ্জে সুমার স্বজনেরা জানান, চার বছর আগে বোনের দেবর ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আমিনুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুমা বেগমের। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান সুমা। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের অরচার্ড প্যালেসের একটি বাসায় থাকতেন এই দম্পতি। তাঁদের আড়াই বছর ও চার মাসের দুটি সন্তান রয়েছে।
লন্ডন পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল আমিনুর রহমানকে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে বলেন তাঁর স্ত্রী সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমিনুর।
এরপর থেকে সুমাকে খুঁজতে শুরু করে পুলিশ। এর মধ্যে সুমার স্বামী আমিনুর আত্মগোপন করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
লন্ডন মহানগর পুলিশ স্থানীয় এক বাসিন্দার ফোন কল পেয়ে গত বুধবার (১০ মে) সকালে টেমস নদী থেকে সুমার লাশ উদ্ধার করে।
পুলিশ ১১ দিন খোঁজার পর টেমস নদীতে ফেলে দেওয়া স্থান থেকে প্রায় ছয় মাইল দূর থেকে গতকাল বৃহস্পতিবার সুমার মরদেহ উদ্ধার করে।
লন্ডনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গত ৯ মে আমিনুর রহমানকে ফৌজদারি আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৫ জুলাই আমিনুরের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক নাইজেল লিকলি কেসি।
আদালতের কৌঁসুলি টম ব্রুমফিল্ডের উদ্ধৃতি দিয়ে লন্ডনের দ্য সান পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ‘সুমা বেগমকে হত্যা করে বা জীবিত অবস্থায় হাত-পা বেঁধে স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেওয়া হয়।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে