নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
আজ রোববার রাত আটটা পর্যন্ত সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগের পাঁচ নেতা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে দুপুরে জমা দেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষ থেকে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন, পাঁচবারের সিটি কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নিজে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়নপত্র।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন, তাহলে সবার সহযোগিতায় নৌকার বিজয় উপহার দিতে পারব। যদি মনোনয়ন না-ও পাই, দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করে যাব।’
এ ছাড়া সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল আগামীকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তাঁরা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
জানা গেছে, আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল ২৩ মে, প্রত্যাহার ১ জুন এবং ভোট গ্রহণ ২১ জুন নির্ধারণ করেছে কমিশন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
আজ রোববার রাত আটটা পর্যন্ত সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগের পাঁচ নেতা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে দুপুরে জমা দেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষ থেকে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন, পাঁচবারের সিটি কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নিজে সংগ্রহ করেছেন দলীয় মনোনয়নপত্র।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন, তাহলে সবার সহযোগিতায় নৌকার বিজয় উপহার দিতে পারব। যদি মনোনয়ন না-ও পাই, দল যাকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করে যাব।’
এ ছাড়া সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল আগামীকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তাঁরা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
জানা গেছে, আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল ২৩ মে, প্রত্যাহার ১ জুন এবং ভোট গ্রহণ ২১ জুন নির্ধারণ করেছে কমিশন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে