সিলেট প্রতিনিধি
সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।
সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।
দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
১ ঘণ্টা আগেবান্দরবানে কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। যাঁরা পাহাড়ের পাদদেশ, চূড়া, নদীর তীরসহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাঁদের সতর্ক থাকাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে।
১ ঘণ্টা আগেআজ বুধবার দুপুরে বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচিতে এই লাঠিপেটা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদি হাসান, মাহবুব ও নয়ন।
১ ঘণ্টা আগেমিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
১ ঘণ্টা আগে