সিলেট প্রতিনিধি

সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।

সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০টি শিশু রয়েছে। এর মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ ও ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশ ইন করে এবং সবাইকেই বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশ ইন করা সবাই বাংলাদেশি নাগরিক, যাঁরা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে দুটি পরিবারের চার পুরুষ, তিন নারী, ছয় শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে দুটি পরিবারের চার পুরুষ, চার নারী, ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সাতজন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে চারটি পরিবারের ৯ পুরুষ, সাত নারী, সাত শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ী নামক স্থান থেকে চারটি পরিবারের পাঁচ পুরুষ, চার নারী, আট শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যাদের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশ ইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই চারটি স্থান থেকে তাদের আটক করে। তারা আগে থেকেই ভারতে থাকত। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
৪০ মিনিট আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
৪৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে