ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়। তবে গন্তব্যে যেতে না পেরে রাতের বিভিন্ন সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ৮টি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ৩টি ফ্লাইট উড্ডয়ন বাতিল করা হয়। তবে ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকলেও অবতরণ বন্ধ রাখা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড়ের কারণে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর পরিস্থিতি ওসমানী বিমানবন্দরের চেয়ে বিপজ্জনক হওয়ায় বিশ্বের ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইটগুলো ওসমানীতে জরুরি অবতরণ করে। জরুরি অবতরণ করা ফ্লাইটের সংখ্যা ৮টি। এর মধ্যে একটি ফ্লাইট আসে সৈয়দপুর থেকে, বাকিগুলো আন্তর্জাতিক ফ্লাইট।
পরে আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ায় একে একে সিলেট বিমানবন্দর ছেড়ে উড়াল দেয় ফ্লাইটগুলো।
ইউএস-বাংলা এয়ারলাইনসের সহকারী স্টেশন ম্যানেজার সৈয়দ বেলায়েত আলী লিমন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকার আবহাওয়া খারাপ হওয়ায় তাদের পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে এসে জরুরি অবতরণ করে। তার মধ্যে চারটি ফ্লাইট আসে চেন্নাই, কলকাতা, দুবাই ও সিঙ্গাপুর থেকে। আরেকটি ফ্লাইট ছিল অভ্যন্তরীণ।’
সৈয়দ বেলায়েত আলী লিমন আরও জানান, তাঁদের ফ্লাইটের যাত্রীদের এয়ারলাইনসের নিজস্ব ব্যবস্থাপনায় হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। অন্য এয়ারলাইনসগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য হোটেলে থাকা ও খাবারের ব্যবস্থা করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের করা হয় সোমবার সন্ধ্যায়। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ হওয়ায় আটটি ফ্লাইট রাতের বিভিন্ন সময় ওসমানীতে অবতরণ করানো হয়। এর মধ্যে সাতটি ফ্লাইট ছিল আন্তর্জাতিক। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফ্লাইটগুলো শিডিউল অনুসারে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে