সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও দশজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে তিনজন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটে ডেঙ্গু সংক্রমণ অনেকটা কম আছে। ঢাকাগামী লোকের গমনাগমন ঘটে বলে হবিগঞ্জের লাখাইয়ে সংক্রমণটা বেশি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে সচেতনতা বাড়ানোয় এর মাত্রা দিনদিন কমে আসছে।’
তিনি বলেন, ‘সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব ধরনের স্যালাইন ও ওষুধপত্র রয়েছে।’ আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ারও আহ্বান জানান তিনি বলেন, এতে করে তার দ্বারা অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বলে জানান তিনি।

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ১৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও দশজন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৯ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১১ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে তিনজন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটে ডেঙ্গু সংক্রমণ অনেকটা কম আছে। ঢাকাগামী লোকের গমনাগমন ঘটে বলে হবিগঞ্জের লাখাইয়ে সংক্রমণটা বেশি। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে সচেতনতা বাড়ানোয় এর মাত্রা দিনদিন কমে আসছে।’
তিনি বলেন, ‘সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব ধরনের স্যালাইন ও ওষুধপত্র রয়েছে।’ আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ারও আহ্বান জানান তিনি বলেন, এতে করে তার দ্বারা অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বলে জানান তিনি।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৭ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১২ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে