হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে তিন খুন মামলার প্রধান অভিযুক্ত, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক বদরুল আলম ওরফে বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম ওরফে বদিক আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে। আজ বিকেলে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে উল্লিখিত স্থান ও সময়ে বদরুল আলমকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের পাশে একটি ডোরা থেকে সাতটি ফিকল, পাঁচটি টেঁটা, একটি রামদা ও ২২টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ মে দুপুরে অটোরিকশাচালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলমের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আগুয়া গ্রামের কাদির মিয়া, সিরাজ মিয়া ও লিলু মিয়া নিহত হন। সেই সঙ্গে আহত হন অর্ধশতাধিক লোক। পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বদরুল আলম ওরফে বদিকে আজ বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিন খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে বদরুলকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে তিন খুন মামলার প্রধান অভিযুক্ত, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক বদরুল আলম ওরফে বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম ওরফে বদিক আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে। আজ বিকেলে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে উল্লিখিত স্থান ও সময়ে বদরুল আলমকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের পাশে একটি ডোরা থেকে সাতটি ফিকল, পাঁচটি টেঁটা, একটি রামদা ও ২২টি ইটের টুকরা উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ মে দুপুরে অটোরিকশাচালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলমের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আগুয়া গ্রামের কাদির মিয়া, সিরাজ মিয়া ও লিলু মিয়া নিহত হন। সেই সঙ্গে আহত হন অর্ধশতাধিক লোক। পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বদরুল আলম ওরফে বদিকে আজ বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিন খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে বদরুলকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে