গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধর, বালু ও চুনমিশ্রিত পানি খাইয়ে নির্যাতনে এক যুবক মারা গেছেন। তাঁর নাম হেলাল (৩২)। গত মঙ্গলবার বিকেল তাঁর ওপর এই নির্যাতন শুরু হয়। গতকাল বুধবার সকালে হেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানে এ ঘটনা ঘটে। হেলালের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে। তিনি দাতারি গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জাফলং চা-বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মোশাররফ হোসেন, আমির উদ্দিন, সালামসহ তাঁদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যান। এরপর তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে চোখে চুন দেওয়া হয়। পরে তাঁকে বালু ও চুনমিশ্রিত প্রায় এক লিটার পানি খাওয়ান তাঁরা। একপর্যায়ে হেলাল অচেতন হয়ে পড়লে তাঁকে মধ্য জাফলং ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। সেখানেও তাঁর ওপর নির্যাতন চলে। খবর পেয়ে গতকাল সকালে হেলালকে তাঁর স্বজনেরা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত বমি ও রক্তক্ষরণে মারা যান।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায় বলেন, ‘আমি মঙ্গলবার সন্ধ্যায় হেলালকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম। কিন্তু সেখানকার লোকজন বলেছে হেলাল উদ্দিনের পরিবারের লোকজন এলে তাঁদের কাছে দিয়ে দেবে। তারপর আমরা চলে আসি।’
অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন, ‘আমি কোনো মারধর করিনি। এলাকার লোকজন তাঁকে মারধর করেছে। তবে আমি কিছু সময় ঘটনাস্থলে ছিলাম।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, অতিরিক্ত মারধর, বালু ও চুনমিশ্রিত পানি খাওয়ানোর কারণেই হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধর, বালু ও চুনমিশ্রিত পানি খাইয়ে নির্যাতনে এক যুবক মারা গেছেন। তাঁর নাম হেলাল (৩২)। গত মঙ্গলবার বিকেল তাঁর ওপর এই নির্যাতন শুরু হয়। গতকাল বুধবার সকালে হেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানে এ ঘটনা ঘটে। হেলালের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামে। তিনি দাতারি গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জাফলং চা-বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মোশাররফ হোসেন, আমির উদ্দিন, সালামসহ তাঁদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যান। এরপর তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে চোখে চুন দেওয়া হয়। পরে তাঁকে বালু ও চুনমিশ্রিত প্রায় এক লিটার পানি খাওয়ান তাঁরা। একপর্যায়ে হেলাল অচেতন হয়ে পড়লে তাঁকে মধ্য জাফলং ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। সেখানেও তাঁর ওপর নির্যাতন চলে। খবর পেয়ে গতকাল সকালে হেলালকে তাঁর স্বজনেরা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত বমি ও রক্তক্ষরণে মারা যান।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায় বলেন, ‘আমি মঙ্গলবার সন্ধ্যায় হেলালকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম। কিন্তু সেখানকার লোকজন বলেছে হেলাল উদ্দিনের পরিবারের লোকজন এলে তাঁদের কাছে দিয়ে দেবে। তারপর আমরা চলে আসি।’
অভিযুক্ত মোশাররফ হোসেন বলেন, ‘আমি কোনো মারধর করিনি। এলাকার লোকজন তাঁকে মারধর করেছে। তবে আমি কিছু সময় ঘটনাস্থলে ছিলাম।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, অতিরিক্ত মারধর, বালু ও চুনমিশ্রিত পানি খাওয়ানোর কারণেই হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে