সিলেট প্রতিনিধি

চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
এর আগে ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কারাবন্দী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি। রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাঁকে আরও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। এ ছাড়া বিচার শেষ হওয়ার আগপর্যন্ত তাঁর জামিনের দাবি জানিয়েছি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
এর আগে ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কারাবন্দী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি। রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাঁকে আরও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। এ ছাড়া বিচার শেষ হওয়ার আগপর্যন্ত তাঁর জামিনের দাবি জানিয়েছি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে