বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে সারা বিশ্বের কাছে তাঁরা রোল মডেল হয়ে দাঁড়িয়ে আছে। এই দূরদর্শিতাকে আরও সুদৃঢ় করার জন্য দু’দেশের জনগণের আরও বেশি সমন্বিতভাবে কাজ করার দরকার-বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
হাইকমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। ভারত বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব রয়েছে বর্ডার হাটগুলোর মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে এবং আরও বাড়বে। বর্ডার হাটগুলোর মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, হাটগুলো স্থাপন হওয়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থান হবে।
পরিদর্শনের আগে বাগানবাড়ি বর্ডার হাট প্রাঙ্গণে দুই দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, বিএসএফ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সুনামগঞ্জে তিনটি বর্ডার হাট ও শুল্কস্টেশনগুলো আরও উন্নত করার লক্ষ্যে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে বর্ডার হাটের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন হাইকমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ভারতের সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আবদুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা প্রমুখ।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৭ মিনিট আগে