হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ডপ্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।
ঘটনার পর নিহতের ভাই রজব আলী মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ডপ্রবাসী সুফি মিয়া অন্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।
পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ডপ্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।
ঘটনার পর নিহতের ভাই রজব আলী মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ডপ্রবাসী সুফি মিয়া অন্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।
পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোররাত ৪টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। পরিবার ৩ লাখ টাকা ঋণ করে তাঁকে বিদেশে পাঠিয়েছিল।
১৫ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের সীমান্তবর্তী সালুকিয়া গ্রামে বিজিবি সদস্যদের ওপর হামলা করেছে মাদক চোরাকারবারিরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টহলরত বিজিবি সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিজিবির নায়েক মো. আবু জাফর ও ন্যান্সনায়েক সাইদুল ইসমাল আহত হয়েছেন।
১৮ মিনিট আগেচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অভিযোগ তুলে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারদী ইউনিয়নের খালপাড়া এলাকায় মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে
১ ঘণ্টা আগেদলিত সম্প্রদায়ের অবস্থা পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, যদিও বর্তমান সরকার সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, তবুও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ তাদের রয়েছে।
১ ঘণ্টা আগে