হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ডপ্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।
ঘটনার পর নিহতের ভাই রজব আলী মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ডপ্রবাসী সুফি মিয়া অন্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।
পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ডপ্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।
ঘটনার পর নিহতের ভাই রজব আলী মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ডপ্রবাসী সুফি মিয়া অন্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।
পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২১ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৮ মিনিট আগে