জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট)

প্রায় ১৮ বছরেও সংস্কার হয়নি বিশ্বনাথ দশপাইকা রোডের প্রায় এক কিলোমিটার সড়ক। গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দিয়ে যানবাহন চলাতো দূরে থাক পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল। পুনরাগাঁও, বিশঘর, হাসনাজি, ধনপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা ও উপজেলায় আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। এলাকাবাসির পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।
এলাকাবাসী স্থানীয় এমপি মোকাব্বির খান, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা সত্ত্বেও কাজ হয়নি।
সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, আমাদের এই সড়কটি ১৮ বছরেও সংস্কার হয়নি। মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এর বিকল্প রাস্তাও নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয়। এতে এলাকার মানুষ খুবই উপকৃত হবে।
পুরানগাওঁ গ্রামের শফিকুল ইসলাম সফিক বলেন, বর্তমানে পুরানগাঁও, বিশঘর, আনরপুর কল্যাণপুর এই কয়েকটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভুক্তভোগী গ্রামগুলোর বাসিন্দাদের কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙে পথ চলতে হচ্ছে প্রতিনিয়ত। বয়স্কদেরও কষ্ট করে পায়ে হেঁটে বিশ্বনাথ উপজেলা সদরে যেতে হচ্ছে।
অটোরিকশা চালক আমির আলী বলেন, সড়ক সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ভাঙা সড়ক সংস্কার, কাচা রাস্তা পাকা করণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েটি ব্রিজ কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রায় ১৮ বছরেও সংস্কার হয়নি বিশ্বনাথ দশপাইকা রোডের প্রায় এক কিলোমিটার সড়ক। গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দিয়ে যানবাহন চলাতো দূরে থাক পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল। পুনরাগাঁও, বিশঘর, হাসনাজি, ধনপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা ও উপজেলায় আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। এলাকাবাসির পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।
এলাকাবাসী স্থানীয় এমপি মোকাব্বির খান, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা সত্ত্বেও কাজ হয়নি।
সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, আমাদের এই সড়কটি ১৮ বছরেও সংস্কার হয়নি। মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এর বিকল্প রাস্তাও নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয়। এতে এলাকার মানুষ খুবই উপকৃত হবে।
পুরানগাওঁ গ্রামের শফিকুল ইসলাম সফিক বলেন, বর্তমানে পুরানগাঁও, বিশঘর, আনরপুর কল্যাণপুর এই কয়েকটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভুক্তভোগী গ্রামগুলোর বাসিন্দাদের কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙে পথ চলতে হচ্ছে প্রতিনিয়ত। বয়স্কদেরও কষ্ট করে পায়ে হেঁটে বিশ্বনাথ উপজেলা সদরে যেতে হচ্ছে।
অটোরিকশা চালক আমির আলী বলেন, সড়ক সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ভাঙা সড়ক সংস্কার, কাচা রাস্তা পাকা করণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েটি ব্রিজ কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে