
অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করছি। দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। তরুণদের আন্দোলনের কারণে দেশে পরিবর্তন এসেছে। তবে সবকিছুর তো পরিবর্তন হয়নি। যাঁরা আগে ক্ষমতায় ছিলেন তাঁদের অনেকেই সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এ জন্য দেশে নানারকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে গাজীপুরের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়েছে। যাঁরা দেশে এ ধরনের পরিস্থিতি তৈরি করেছেন তাঁরা আসলে রাজনৈতিকভাবে ক্ষতি করছেন এবং উসকানি দিচ্ছেন। আমরা দেশটাকে সংস্কার করে, দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চাই।’
ফরিদা আখতার বলেন, ‘বাইক্কা বিলকে অভয়াশ্রম হিসেবে টিকিয়ে রাখতে হবে। এ বিল অভয়াশ্রম থাকায় অনেক মাছ রক্ষা করতে পেরেছি। নয়তো এগুলো হারিয়ে যেত। এখানে পাখির সঙ্গে সঙ্গে অনেক স্তন্যপায়ী প্রাণী এসেছে। যেহেতু মাছের উৎপাদন কমে যাচ্ছে, এ জন্য দেশীয় মাছ রক্ষা করা আমাদের দায়িত্ব। অভয়াশ্রমগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। বিলগুলো খনন করতে হবে। বিলের পাখি শিকার করে আনন্দ করা বন্ধ করতে হবে। এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে।’
বাইক্কা বিল পরিদর্শন শেষে উপদেষ্টা হাজীপুর এলাকার বিলের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করছি। দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। তরুণদের আন্দোলনের কারণে দেশে পরিবর্তন এসেছে। তবে সবকিছুর তো পরিবর্তন হয়নি। যাঁরা আগে ক্ষমতায় ছিলেন তাঁদের অনেকেই সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এ জন্য দেশে নানারকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে গাজীপুরের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়েছে। যাঁরা দেশে এ ধরনের পরিস্থিতি তৈরি করেছেন তাঁরা আসলে রাজনৈতিকভাবে ক্ষতি করছেন এবং উসকানি দিচ্ছেন। আমরা দেশটাকে সংস্কার করে, দেশের সবকিছু ঠিক করে একটি নির্বাচন দিয়ে চলে যেতে চাই।’
ফরিদা আখতার বলেন, ‘বাইক্কা বিলকে অভয়াশ্রম হিসেবে টিকিয়ে রাখতে হবে। এ বিল অভয়াশ্রম থাকায় অনেক মাছ রক্ষা করতে পেরেছি। নয়তো এগুলো হারিয়ে যেত। এখানে পাখির সঙ্গে সঙ্গে অনেক স্তন্যপায়ী প্রাণী এসেছে। যেহেতু মাছের উৎপাদন কমে যাচ্ছে, এ জন্য দেশীয় মাছ রক্ষা করা আমাদের দায়িত্ব। অভয়াশ্রমগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। বিলগুলো খনন করতে হবে। বিলের পাখি শিকার করে আনন্দ করা বন্ধ করতে হবে। এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে।’
বাইক্কা বিল পরিদর্শন শেষে উপদেষ্টা হাজীপুর এলাকার বিলের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৫ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩১ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে