সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী সেতু থেকে টোল বন্ধ, বাস টার্মিনাল সংস্কারসহ তিন দফা দাবিতে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও কঠোর রয়েছে, সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের আজ (শনিবার) দ্বিতীয় দিনেও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যাত্রীরা টার্মিনালে এসে জড়ো হচ্ছে। তবে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
আজ শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশনে গিয়ে দেখা যায় সব যানবাহন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। টিকিট কাউন্টারও বন্ধ। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, আবার অনেকেই বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
রিকশাচালক আমির আলী বলেন, ‘গাড়ি বন্ধ থাকায় আমরার আয়রোজগার কমি গেছে। গাড়ি থাকলে কিছু রোজি করা যায়। ওখন দুই দিন ধইরা কষ্টে দিন কাটাইরাম।’
বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের যাত্রী শফিউল আলম বলেন, ‘পরিবহন মালিকেরা যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন, সে দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’
দ্বিতীয় দিনের ধর্মঘটে সাধারণ খেটে খাওয়া দিনমজুর, শ্রমিকেরা পড়েছেন চরম বিপাকে। সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারছে না। ফলে দিনমজুরেরা পায়ে হেঁটে শহরে আসছে কাজের সন্ধানে।
সদর উপজেলার বাহাদুর গ্রামের দিনমজুর সোহেল আহমদ বলেন, ‘ধর্মঘটের পয়লা দিন আমরা শহরো সিএনজি, লেগুনা দিয়া আইতাম পারছি। কিন্তু আজকে কিচ্ছু চলে না। আমরা হাইট্টা আইছি কাজো।’
এদিকে ধর্মঘটের কারণে এক দিন আগেই নৌকা ও মোটরসাইকেলে করে সিলেটে বিএনপির গণসমাবেশে যোগ দিতে গেছেন নেতা-কর্মীরা। সকাল থেকে বাস না থাকায় বিভিন্ন বাহন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সিলেটের সমাবেশে যোগ দেওয়ার জন্য যেতে দেখা গেছে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী সেতু থেকে টোল বন্ধ, বাস টার্মিনাল সংস্কারসহ তিন দফা দাবিতে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও কঠোর রয়েছে, সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের আজ (শনিবার) দ্বিতীয় দিনেও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যাত্রীরা টার্মিনালে এসে জড়ো হচ্ছে। তবে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
আজ শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশনে গিয়ে দেখা যায় সব যানবাহন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। টিকিট কাউন্টারও বন্ধ। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, আবার অনেকেই বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
রিকশাচালক আমির আলী বলেন, ‘গাড়ি বন্ধ থাকায় আমরার আয়রোজগার কমি গেছে। গাড়ি থাকলে কিছু রোজি করা যায়। ওখন দুই দিন ধইরা কষ্টে দিন কাটাইরাম।’
বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের যাত্রী শফিউল আলম বলেন, ‘পরিবহন মালিকেরা যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন, সে দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’
দ্বিতীয় দিনের ধর্মঘটে সাধারণ খেটে খাওয়া দিনমজুর, শ্রমিকেরা পড়েছেন চরম বিপাকে। সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারছে না। ফলে দিনমজুরেরা পায়ে হেঁটে শহরে আসছে কাজের সন্ধানে।
সদর উপজেলার বাহাদুর গ্রামের দিনমজুর সোহেল আহমদ বলেন, ‘ধর্মঘটের পয়লা দিন আমরা শহরো সিএনজি, লেগুনা দিয়া আইতাম পারছি। কিন্তু আজকে কিচ্ছু চলে না। আমরা হাইট্টা আইছি কাজো।’
এদিকে ধর্মঘটের কারণে এক দিন আগেই নৌকা ও মোটরসাইকেলে করে সিলেটে বিএনপির গণসমাবেশে যোগ দিতে গেছেন নেতা-কর্মীরা। সকাল থেকে বাস না থাকায় বিভিন্ন বাহন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সিলেটের সমাবেশে যোগ দেওয়ার জন্য যেতে দেখা গেছে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে