প্রতিনিধি

সিলেট: সিলেটে ভূমিকম্পে নগরীর রাজা গিরিশ চন্দ্র (জিসি) স্কুল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্কুল ভবনে ফাটলের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তিন দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর বিদ্যালয়ের দ্বিতল ভবন ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়।
১৮৮৬ সালে বিদ্যালয়টি নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। পরবর্তীতে স্কুলের এই ভবনটি ২০০৬ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত হয়। তবে ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।
এদিকে ভবনে ফাটল দেখা দেওয়ার খবরে সেখানে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিসিকের কর্মকর্তারাও ছিলেন। ভবন পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক বলেন, ‘বিদ্যালয়ের এই ভবন এবং সামনে যে মার্কেট ভবন রয়েছে দুটোই বিপজ্জনক হয়ে উঠেছে। ভবন দুটিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সবাইকে সতর্ক থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানান।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

সিলেট: সিলেটে ভূমিকম্পে নগরীর রাজা গিরিশ চন্দ্র (জিসি) স্কুল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্কুল ভবনে ফাটলের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তিন দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর বিদ্যালয়ের দ্বিতল ভবন ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়।
১৮৮৬ সালে বিদ্যালয়টি নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। পরবর্তীতে স্কুলের এই ভবনটি ২০০৬ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত হয়। তবে ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।
এদিকে ভবনে ফাটল দেখা দেওয়ার খবরে সেখানে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিসিকের কর্মকর্তারাও ছিলেন। ভবন পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক বলেন, ‘বিদ্যালয়ের এই ভবন এবং সামনে যে মার্কেট ভবন রয়েছে দুটোই বিপজ্জনক হয়ে উঠেছে। ভবন দুটিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সবাইকে সতর্ক থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানান।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে