নিজস্বপ্রতিবেদক, সিলেট

সিলেটে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. কাজী আজিজুল মাওলা কার্যালয়ে প্রবেশ বরতে পারছেন না। বিদেশ সফর শেষে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কার্যালয়ে গিয়ে তিনি তালা ঝুলানো দেখতে পান।
সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে উপাচার্য দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর পক্ষ থেকে তাঁর কক্ষ খুলে দিতে নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নানা দুর্নীতি ও অভ্যন্তরীন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলার কারণেই এমন করা হচ্ছে বলে দাবি তাঁর।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ড. কাজী আজিজুল মাওলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থান করছি। এ বিষয়ে বিস্তারিত বলতে সংবাদ সম্মেলন করব।’
এ নিয়ে জানতে মোবাইলফোনে লিডিং ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত উপাচার্য) বনমালী ভৌমিককে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।’
২০২১ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলাকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেন। এরপর ওই বছরের ১ মার্চ ড. মাওলা আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
ইউজিসির অনুমতি নিয়ে চলতি বছরের ১২ থেকে ২৪ জানুয়ারি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে অসুস্থতা ও ফ্লাইট জটিলতার কারণে সময়মতো দেশে ফিরতে পারেননি। গত ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরার তিন দিন পর বিধি অনুযায়ী উপাচার্য হিসেবে লিডিং ইউনিভার্সিটিতে ফিরতে চাইলে কোষাধ্যক্ষ তাঁকে বাধাপ্রাপ্ত দেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক।
গত ১৬ ফেব্রুয়ারি কোষাধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি চেয়ারম্যান ড. রাগীব আলীকে চিঠি দেন উপাচার্য ড. মাওলা। এতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনটি চেকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে কোষাধ্যক্ষ্য বনমালী ভৌমিক কোনো ধরনের কার্যাদেশ ছাড়াই একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা দেন।
বিষয়টিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্টের পরিষ্কার লঙ্ঘন উল্লেখ করে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই চিঠিতে চেয়ারম্যানকে তিনি অনুরোধ করেন। ওই চিঠির অনুলিপি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়। একই দিন উপাচার্যকে ছুটি দিয়ে চিঠি দেন চেয়ারম্যান।
গত শনিবার উপাচার্য ড. মাওলার অনুপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।

সিলেটে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. কাজী আজিজুল মাওলা কার্যালয়ে প্রবেশ বরতে পারছেন না। বিদেশ সফর শেষে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কার্যালয়ে গিয়ে তিনি তালা ঝুলানো দেখতে পান।
সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে উপাচার্য দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর পক্ষ থেকে তাঁর কক্ষ খুলে দিতে নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নানা দুর্নীতি ও অভ্যন্তরীন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলার কারণেই এমন করা হচ্ছে বলে দাবি তাঁর।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ড. কাজী আজিজুল মাওলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থান করছি। এ বিষয়ে বিস্তারিত বলতে সংবাদ সম্মেলন করব।’
এ নিয়ে জানতে মোবাইলফোনে লিডিং ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত উপাচার্য) বনমালী ভৌমিককে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।’
২০২১ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলাকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেন। এরপর ওই বছরের ১ মার্চ ড. মাওলা আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
ইউজিসির অনুমতি নিয়ে চলতি বছরের ১২ থেকে ২৪ জানুয়ারি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে অসুস্থতা ও ফ্লাইট জটিলতার কারণে সময়মতো দেশে ফিরতে পারেননি। গত ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরার তিন দিন পর বিধি অনুযায়ী উপাচার্য হিসেবে লিডিং ইউনিভার্সিটিতে ফিরতে চাইলে কোষাধ্যক্ষ তাঁকে বাধাপ্রাপ্ত দেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক।
গত ১৬ ফেব্রুয়ারি কোষাধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি চেয়ারম্যান ড. রাগীব আলীকে চিঠি দেন উপাচার্য ড. মাওলা। এতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনটি চেকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে কোষাধ্যক্ষ্য বনমালী ভৌমিক কোনো ধরনের কার্যাদেশ ছাড়াই একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা দেন।
বিষয়টিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্টের পরিষ্কার লঙ্ঘন উল্লেখ করে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই চিঠিতে চেয়ারম্যানকে তিনি অনুরোধ করেন। ওই চিঠির অনুলিপি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়। একই দিন উপাচার্যকে ছুটি দিয়ে চিঠি দেন চেয়ারম্যান।
গত শনিবার উপাচার্য ড. মাওলার অনুপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে