Ajker Patrika

শ্রীমঙ্গলে ধানখেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১২: ৫৩
শ্রীমঙ্গলে ধানখেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকার ধানখেত থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম মো. জামু মিয়া (৪৫)। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন বর্গাচাষি।

পুলিশের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, কালাপুরের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার একটি ধানখেতে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মো. জামু মিয়ার লাশ শনাক্ত করে তারা। পুলিশের ধারণা, আজ ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ বলেন, তাঁর চাচা বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা চালানো কমিয়ে দিয়েছেন। তিনি বর্গাচাষ করতেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তাঁর লাশ উদ্ধার হওয়ার খবর পান তাঁরা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ