সিলেট প্রতিনিধি

গরমে পুড়ছে সিলেট। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকে গরম বাড়তে থাকে। বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।
দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’
গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।
জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।
আবহাওয়া অফিসের সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।

গরমে পুড়ছে সিলেট। আজ মঙ্গলবার সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকে গরম বাড়তে থাকে। বিকেলে পাওয়া যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এমন আবহাওয়ায় দিনের বেলা দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মানুষজন ঠিকমতো কাজে বের হতে পারেননি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দিনমজুরেরা, যাঁদের তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।
দুপুরে নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রশীদ মিয়া। তিনি বলেন, ‘তীব্র গরমে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।’
গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি ও টক ফলের ভর্তার দোকানে মানুষজনকে ভিড় করতে দেখা যায়। অনেকে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে গরম নিবারণের চেষ্টা করছিলেন।
জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি জাম ১৮০ থেকে ২০০ টাকা ধরে বিক্রি করছেন। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন।
আবহাওয়া অফিসের সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ৩৮ দশমিক ৪ ডিগ্রি হয়। এখন মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। আগামীকাল এর থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আজ রাতে নয়তো আগামীকাল বিকেল থেকে বৃষ্টি হতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে