আব্দুর রব, মৌলভীবাজার

বাবুই আর চড়ুই নিয়ে কবিতা লিখেছিলেন কবি রজনীকান্ত সেন।
অনেকের নিশ্চয়ই মনে আছে সে কবিতা, আমরা শুধু দুটো পঙ্ক্তির কথা স্মরণ করিয়ে দিই। বাবুইকে বলছিল চড়ুই: ‘আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’ কিন্তু সে সুখ বুঝি সইল না চড়ুইয়ের। আজ তাদের অট্টালিকা ছেড়ে ঠাঁই হলো বিদ্যুতের তারে। কবির দেখা চড়ুই পাখিদের অট্টালিকায় মহাসুখে থাকার দিন শেষ! কিন্তু তাতে মানুষের চোখের আরাম হয়েছে। মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনী চত্বরের সেন্ট্রাল রোডে গেলে দেখা যাবে এক অসাধারণ দৃশ্য। সেখানে পাঁচ-ছয়টি বিদ্যুতের খুঁটিতে আশ্রয় নিয়েছে হাজারো চড়ুই পাখি।
সন্ধ্যা হলো কি না সেটা বোঝা যায় এই চড়ুইদের কিচিরমিচিরে। সন্ধ্যার একটু আগে থেকেই শোনা যায় এই ডাক। কিচিরমিচির কিচিরমিচির। পাখিদের এক তার থেকে অন্য তারে যাওয়ার দৃশ্য দেখতে যে কারও ভালো লাগবে।
প্রতিদিন বহু মানুষ এখানে ভিড় করেন স্রেফ এই দৃশ্য দেখবেন বলে। কেউ কেউ ছবি তোলেন, কেউ কেউ ভিডিও করে নিয়ে যান।
কোনো বাড়ি নয়, বিদ্যুতের খুঁটিই এখন চড়ুইয়ের আশ্রয়স্থল।
স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে লক্ষ করছেন, যতই দিন যাচ্ছে এই তারে চড়ুই পাখির সংখ্যা ততই বাড়ছে। মাস দু-এক হলো চড়ুই পাখিরা এখানে আশ্রয় নিয়েছে। তাদের দেখার জন্য সন্ধ্যার পর পাখিপ্রেমীরা আসেন এখানে।
একটা অবাক করা ব্যাপার হলো, দিনের বেলা এই চড়ুইদের খুব একটা দেখা যায় না।
কেন হঠাৎ বাড়ির বাইরে চলে আসতে হলো চড়ুইদের? স্থানীয় বাসিন্দা অমিত রা বলেছেন তাঁর ভাবনার কথা। ‘আগের মতো চড়ুইরা আর বাসাবাড়িতে ঠাঁই পায় না। বাড়ি পরিচ্ছন্ন রাখতে অনেকে তাড়িয়ে দেন তাদের, ফলে পথই তাদের ঠিকানা এখন।’
পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনিয়া মান্নান জানান তাঁর পর্যবেক্ষণের কথা। তিনি বলেন, খড়কুটো, শুকনো ঘাস-পাতা দিয়ে কড়িকাঠে, কার্নিশে বাসা বেঁধে বসবাস করে চড়ুই পাখি। এর পাশাপাশি বিদ্যুতের তারসহ বিভিন্ন জায়গায় বসবাস করে। সারা দিন লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে। সন্ধ্যা নামার মুহূর্তে ফিরে আসে নিজের বাড়িতে।
একটু লক্ষ করলেই দেখা যাবে, মাটি থেকে শস্য খুঁটে খাচ্ছে চড়ুই। কে না জানে, এই পাখিটি পরিবেশ-সহায়ক। এদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে মানুষকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নূর জাহান সরকার চড়ুই পাখি সম্পর্কে বলেন, ‘এই পাখি পরিবেশবান্ধব। প্রকৃতিতে চড়ুইয়ের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
আমাদের অসচেতনতার কারণে আমরা সেটা বুঝতে পারি না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতি থেকে চড়ুইয়ের বিলুপ্তি ঠেকাতে হবে।’
কীভাবে বিলুপ্তি ঠেকানো যাবে? সহজ কাজ সেটা। বাসাবাড়ির বারান্দায় যদি চড়ুই পাখির বাসের উপযোগী করে দু-একটা ছোট বাক্স বেঁধে রাখা হয়, তাহলে বিলুপ্তির হাত থেকে যেমন চড়ুই বাঁচবে, তেমনি বাড়ির শিশুরাও আনন্দ পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ছোটবেলা থেকেই শিশুরা একদিন হয়ে উঠবে প্রকৃতিপ্রেমী।

বাবুই আর চড়ুই নিয়ে কবিতা লিখেছিলেন কবি রজনীকান্ত সেন।
অনেকের নিশ্চয়ই মনে আছে সে কবিতা, আমরা শুধু দুটো পঙ্ক্তির কথা স্মরণ করিয়ে দিই। বাবুইকে বলছিল চড়ুই: ‘আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’ কিন্তু সে সুখ বুঝি সইল না চড়ুইয়ের। আজ তাদের অট্টালিকা ছেড়ে ঠাঁই হলো বিদ্যুতের তারে। কবির দেখা চড়ুই পাখিদের অট্টালিকায় মহাসুখে থাকার দিন শেষ! কিন্তু তাতে মানুষের চোখের আরাম হয়েছে। মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনী চত্বরের সেন্ট্রাল রোডে গেলে দেখা যাবে এক অসাধারণ দৃশ্য। সেখানে পাঁচ-ছয়টি বিদ্যুতের খুঁটিতে আশ্রয় নিয়েছে হাজারো চড়ুই পাখি।
সন্ধ্যা হলো কি না সেটা বোঝা যায় এই চড়ুইদের কিচিরমিচিরে। সন্ধ্যার একটু আগে থেকেই শোনা যায় এই ডাক। কিচিরমিচির কিচিরমিচির। পাখিদের এক তার থেকে অন্য তারে যাওয়ার দৃশ্য দেখতে যে কারও ভালো লাগবে।
প্রতিদিন বহু মানুষ এখানে ভিড় করেন স্রেফ এই দৃশ্য দেখবেন বলে। কেউ কেউ ছবি তোলেন, কেউ কেউ ভিডিও করে নিয়ে যান।
কোনো বাড়ি নয়, বিদ্যুতের খুঁটিই এখন চড়ুইয়ের আশ্রয়স্থল।
স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে লক্ষ করছেন, যতই দিন যাচ্ছে এই তারে চড়ুই পাখির সংখ্যা ততই বাড়ছে। মাস দু-এক হলো চড়ুই পাখিরা এখানে আশ্রয় নিয়েছে। তাদের দেখার জন্য সন্ধ্যার পর পাখিপ্রেমীরা আসেন এখানে।
একটা অবাক করা ব্যাপার হলো, দিনের বেলা এই চড়ুইদের খুব একটা দেখা যায় না।
কেন হঠাৎ বাড়ির বাইরে চলে আসতে হলো চড়ুইদের? স্থানীয় বাসিন্দা অমিত রা বলেছেন তাঁর ভাবনার কথা। ‘আগের মতো চড়ুইরা আর বাসাবাড়িতে ঠাঁই পায় না। বাড়ি পরিচ্ছন্ন রাখতে অনেকে তাড়িয়ে দেন তাদের, ফলে পথই তাদের ঠিকানা এখন।’
পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনিয়া মান্নান জানান তাঁর পর্যবেক্ষণের কথা। তিনি বলেন, খড়কুটো, শুকনো ঘাস-পাতা দিয়ে কড়িকাঠে, কার্নিশে বাসা বেঁধে বসবাস করে চড়ুই পাখি। এর পাশাপাশি বিদ্যুতের তারসহ বিভিন্ন জায়গায় বসবাস করে। সারা দিন লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে। সন্ধ্যা নামার মুহূর্তে ফিরে আসে নিজের বাড়িতে।
একটু লক্ষ করলেই দেখা যাবে, মাটি থেকে শস্য খুঁটে খাচ্ছে চড়ুই। কে না জানে, এই পাখিটি পরিবেশ-সহায়ক। এদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে মানুষকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নূর জাহান সরকার চড়ুই পাখি সম্পর্কে বলেন, ‘এই পাখি পরিবেশবান্ধব। প্রকৃতিতে চড়ুইয়ের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
আমাদের অসচেতনতার কারণে আমরা সেটা বুঝতে পারি না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতি থেকে চড়ুইয়ের বিলুপ্তি ঠেকাতে হবে।’
কীভাবে বিলুপ্তি ঠেকানো যাবে? সহজ কাজ সেটা। বাসাবাড়ির বারান্দায় যদি চড়ুই পাখির বাসের উপযোগী করে দু-একটা ছোট বাক্স বেঁধে রাখা হয়, তাহলে বিলুপ্তির হাত থেকে যেমন চড়ুই বাঁচবে, তেমনি বাড়ির শিশুরাও আনন্দ পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ছোটবেলা থেকেই শিশুরা একদিন হয়ে উঠবে প্রকৃতিপ্রেমী।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৯ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৫ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে