সিলেট প্রতিনিধি

মানবিক করিডরের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দেওয়া, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, উদীচী জেলা সংসদের সভাপতি প্রদীপ দেব রায়, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ। সঞ্চালনা করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সুমিত কান্ত দাশ।
উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদের সাবেক জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের হরিধন দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কথিত মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর হীন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রধান উপদেষ্টার ঘোষণার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা অযৌক্তিক ও দেশের স্বার্থবিরোধী।
বক্তারা রাখাইনে মানবিক করিডর, নিউমুরিং কনটেইনার টার্মিনাল হ্যান্ডিলিংয়ের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়াসহ জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই।
বক্তারা রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা না করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মানবিক করিডরের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দেওয়া, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, উদীচী জেলা সংসদের সভাপতি প্রদীপ দেব রায়, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ। সঞ্চালনা করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সুমিত কান্ত দাশ।
উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদের সাবেক জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের হরিধন দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কথিত মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর হীন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রধান উপদেষ্টার ঘোষণার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা অযৌক্তিক ও দেশের স্বার্থবিরোধী।
বক্তারা রাখাইনে মানবিক করিডর, নিউমুরিং কনটেইনার টার্মিনাল হ্যান্ডিলিংয়ের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়াসহ জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই।
বক্তারা রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা না করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে