প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ১৯ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে। তবে সার্ভার জটিলতার কারণে রেলওয়ে টিকিট দেওয়া নিয়ে জনগণের ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঈদুল আজহার আগে মোট ৭ দিন ট্রেন চালু ছিল। পরবর্তীতে আবারও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউন শিথিল ঘোষণার পরে নতুন ঘোষণা অনুযায়ী গত ৯ আগস্ট থেকে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ স্টেশনে টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেছেন যাত্রীরা। বর্তমান নিয়ম অনুযায়ী স্বাভাবিক ভাড়ায় এবং শতভাগ যাত্রী নিয়েই ট্রেন যাত্রা শুরু করেছে, তবে স্ট্যান্ডিং টিকিট পুরোপুরি বন্ধ ছিল।
দীর্ঘদিন পরে ট্রেন চালু হওয়ায় যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে, অনেকেই অনলাইনে সার্ভার জটিলতার কারণে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে ভবনে অবস্থিত সেন্ট্রাল সার্ভারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান (CNS) কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ডিজিএম শামিমুল আলম বলেন, অনলাইন সার্ভারে কোন রকম জটিলতা নেই, মূলত চাহিদার তুলনায় টিকিট কম হওয়ায় একসঙ্গে অনেকেই টিকিটের জন্য অনলাইনে ঢোকেন, অনেকে ঢুকতে পারেন, অনেকে পারেন না, এ কারণেই যারা পারেন তারা টিকিট নেন, যারা পারেন না, তারা অভিযোগ করেন। মূলত আমরা আমাদের টিকিট যথারীতি বিক্রি করতে পারছি, আমাদের দিক থেকে কোন সমস্যা নেই। সমস্যা থাকলে তো টিকিট বিক্রি হতো না।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরিদাশ পলাশ জানান, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশন ধুয়েমুছে তৈরি করা হয়েছে, জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতর পরিষ্কার করা হয়েছে, আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করছি।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ১৯ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে। তবে সার্ভার জটিলতার কারণে রেলওয়ে টিকিট দেওয়া নিয়ে জনগণের ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঈদুল আজহার আগে মোট ৭ দিন ট্রেন চালু ছিল। পরবর্তীতে আবারও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লকডাউন শিথিল ঘোষণার পরে নতুন ঘোষণা অনুযায়ী গত ৯ আগস্ট থেকে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ স্টেশনে টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেছেন যাত্রীরা। বর্তমান নিয়ম অনুযায়ী স্বাভাবিক ভাড়ায় এবং শতভাগ যাত্রী নিয়েই ট্রেন যাত্রা শুরু করেছে, তবে স্ট্যান্ডিং টিকিট পুরোপুরি বন্ধ ছিল।
দীর্ঘদিন পরে ট্রেন চালু হওয়ায় যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে, অনেকেই অনলাইনে সার্ভার জটিলতার কারণে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে ভবনে অবস্থিত সেন্ট্রাল সার্ভারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান (CNS) কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ডিজিএম শামিমুল আলম বলেন, অনলাইন সার্ভারে কোন রকম জটিলতা নেই, মূলত চাহিদার তুলনায় টিকিট কম হওয়ায় একসঙ্গে অনেকেই টিকিটের জন্য অনলাইনে ঢোকেন, অনেকে ঢুকতে পারেন, অনেকে পারেন না, এ কারণেই যারা পারেন তারা টিকিট নেন, যারা পারেন না, তারা অভিযোগ করেন। মূলত আমরা আমাদের টিকিট যথারীতি বিক্রি করতে পারছি, আমাদের দিক থেকে কোন সমস্যা নেই। সমস্যা থাকলে তো টিকিট বিক্রি হতো না।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরিদাশ পলাশ জানান, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশন ধুয়েমুছে তৈরি করা হয়েছে, জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতর পরিষ্কার করা হয়েছে, আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করছি।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৮ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে