সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর বালুচরের ভূমি সন্ত্রাসীদের দ্বারা ওঁরাও সম্প্রদায়ের জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওঁরাও জনগোষ্ঠী ভূমি রক্ষা কমিটি সিলেটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মত সিলেটের ওঁরাও সম্প্রদায়ও একটি নিরীহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। সিলেট মহানগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস। প্রকৃতির সন্তান এই নিরীহ নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্যকে ধারণ করে শত শত বছর যাবৎ ওই এলাকায় বসবাসরত আছে। গত শতাব্দীর আশির দশক থেকে ওই এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যু ও দুর্বৃত্তচক্র ওঁরাও সম্প্রদায়ের সমূহ সহায়-সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে নানাবিধ কুকর্মের অপতৎপরতায় লিপ্ত হয়। ইতিমধ্যে বিপুলসংখ্যক ওঁরাও সম্প্রদায়ের পরিবার-পরিজন ও তাদের সহায় সম্পত্তি ও বসতভিটা থেকে অন্যায় ও নৃশংসতার মাধ্যমে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়েছে।
এ সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলীর পরিচালনায় বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মো. আরিফ মিয়া, গণফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনডিএফ নেতা সুরঞ্জিত সরকার, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা হিমাংশু মিত্র, ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন ওঁরাও, শিপ্রা ওঁরাও প্রমুখ।

সিলেট নগরীর বালুচরের ভূমি সন্ত্রাসীদের দ্বারা ওঁরাও সম্প্রদায়ের জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওঁরাও জনগোষ্ঠী ভূমি রক্ষা কমিটি সিলেটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মত সিলেটের ওঁরাও সম্প্রদায়ও একটি নিরীহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। সিলেট মহানগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস। প্রকৃতির সন্তান এই নিরীহ নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্যকে ধারণ করে শত শত বছর যাবৎ ওই এলাকায় বসবাসরত আছে। গত শতাব্দীর আশির দশক থেকে ওই এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যু ও দুর্বৃত্তচক্র ওঁরাও সম্প্রদায়ের সমূহ সহায়-সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে নানাবিধ কুকর্মের অপতৎপরতায় লিপ্ত হয়। ইতিমধ্যে বিপুলসংখ্যক ওঁরাও সম্প্রদায়ের পরিবার-পরিজন ও তাদের সহায় সম্পত্তি ও বসতভিটা থেকে অন্যায় ও নৃশংসতার মাধ্যমে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়েছে।
এ সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলীর পরিচালনায় বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মো. আরিফ মিয়া, গণফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনডিএফ নেতা সুরঞ্জিত সরকার, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা হিমাংশু মিত্র, ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন ওঁরাও, শিপ্রা ওঁরাও প্রমুখ।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে