সিলেট প্রতিনিধি

দুই দফা দাবিতে সিলেটের সাদা পাথরে ধর্মঘট পালন করেছেন নৌকার মাঝিরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়।
মাঝিদের দুই দফা দাবি হলো, প্রতি ট্রিপে নৌকা ভাড়া মাঝিদের ৪০০ টাকা করে দেওয়া ও দালালমুক্ত খেয়াঘাট পরিচালনা করা।
আন্দোলনরত মাঝিরা জানান, সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সিলেট থেকে পর্যটকেরা ভিড় করেন। সাদা পাথরে যেতে হলে ভোলাগঞ্জ খেয়াঘাট থেকে নৌকায় করে সেখানে যেতে হয়। নৌকাপ্রতি সেখানে ৮০০ টাকা দিয়ে আটজন করে যেতে পারেন। এই ৮০০ টাকার মধ্যে ৩০০ টাকা নৌকার মাঝিরা পান, বাকি ৫০০ টাকা উপজেলা প্রশাসন পায়।
বিভিন্ন সময়ে ইজারা দেওয়া থাকলেও বর্তমানে খেয়াঘাট উপজেলা প্রশাসনের আওতায় রয়েছে। নৌকা ভাড়া ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার জন্য মাঝিরা বেশ কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পাঠিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা গতকাল বুধবার সকাল ৯টা থেকেই ধর্মঘটে নামেন। এতে পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।
সাদা পাথরের নৌকার মাঝি মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দফা দাবিতে মানববন্ধন করেছি। ইউএনওকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমরা বারবার বিষয়টি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। শেষমেশ আমরা গতকাল ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। এখন ইউএনও বলছেন, শর্তসাপেক্ষে আরও ৫০ টাকা বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা শর্তসাপেক্ষে এই দাবি মানি না। তিনি যদি সরাসরি ৫০ টাকা করে বাড়িয়ে দেন, তাহলে আমরা মেনে নেব। তা না হলে মানব না। এই টাকায় আমাদের পেট চলে না।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘এই সমস্যার সমাধান হয়েছে। কী সমাধান হয়েছে, এটা মাঝিদের কাছ থেকে জানেন। তাঁরা কাজে ফেরত গেছেন। ৩৫০ টাকা করে পাবেন।’

দুই দফা দাবিতে সিলেটের সাদা পাথরে ধর্মঘট পালন করেছেন নৌকার মাঝিরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়।
মাঝিদের দুই দফা দাবি হলো, প্রতি ট্রিপে নৌকা ভাড়া মাঝিদের ৪০০ টাকা করে দেওয়া ও দালালমুক্ত খেয়াঘাট পরিচালনা করা।
আন্দোলনরত মাঝিরা জানান, সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সিলেট থেকে পর্যটকেরা ভিড় করেন। সাদা পাথরে যেতে হলে ভোলাগঞ্জ খেয়াঘাট থেকে নৌকায় করে সেখানে যেতে হয়। নৌকাপ্রতি সেখানে ৮০০ টাকা দিয়ে আটজন করে যেতে পারেন। এই ৮০০ টাকার মধ্যে ৩০০ টাকা নৌকার মাঝিরা পান, বাকি ৫০০ টাকা উপজেলা প্রশাসন পায়।
বিভিন্ন সময়ে ইজারা দেওয়া থাকলেও বর্তমানে খেয়াঘাট উপজেলা প্রশাসনের আওতায় রয়েছে। নৌকা ভাড়া ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার জন্য মাঝিরা বেশ কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পাঠিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় তাঁরা গতকাল বুধবার সকাল ৯টা থেকেই ধর্মঘটে নামেন। এতে পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।
সাদা পাথরের নৌকার মাঝি মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দফা দাবিতে মানববন্ধন করেছি। ইউএনওকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমরা বারবার বিষয়টি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। শেষমেশ আমরা গতকাল ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। এখন ইউএনও বলছেন, শর্তসাপেক্ষে আরও ৫০ টাকা বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা শর্তসাপেক্ষে এই দাবি মানি না। তিনি যদি সরাসরি ৫০ টাকা করে বাড়িয়ে দেন, তাহলে আমরা মেনে নেব। তা না হলে মানব না। এই টাকায় আমাদের পেট চলে না।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘এই সমস্যার সমাধান হয়েছে। কী সমাধান হয়েছে, এটা মাঝিদের কাছ থেকে জানেন। তাঁরা কাজে ফেরত গেছেন। ৩৫০ টাকা করে পাবেন।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে