সিলেট প্রতিনিধি

সিলেটে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ক্ষয়ক্ষতি ও পুরোপুরি সমস্যা সমাধানের জন্য আগামী বুধবার ফের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ব্যবসায়ী ও অটোচালকদের নির্দেশ দিয়েছে প্রশাসন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক এই সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পর বেলা ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষকে বৈঠকে বসানো হয়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে সিলেট সার্কিট হাউসে ফের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি বলেন, বৈঠকে আলোচনার মাধ্যমে ২০ জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি প্রধান করা হয়েছে সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামানকে। কমিটিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একজন করে, সুশীল সমাজের ৮ জন প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের পাঁচজন জন করে প্রতিনিধি রয়েছেন। তারা সংঘর্ষের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে তথ্য উপস্থাপন করবেন এবং এর ভিত্তিতে বিষয়টির সমাধান করা হবে।

সিলেটে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ক্ষয়ক্ষতি ও পুরোপুরি সমস্যা সমাধানের জন্য আগামী বুধবার ফের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ব্যবসায়ী ও অটোচালকদের নির্দেশ দিয়েছে প্রশাসন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক এই সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার পর বেলা ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষকে বৈঠকে বসানো হয়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে সিলেট সার্কিট হাউসে ফের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি বলেন, বৈঠকে আলোচনার মাধ্যমে ২০ জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি প্রধান করা হয়েছে সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামানকে। কমিটিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একজন করে, সুশীল সমাজের ৮ জন প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের পাঁচজন জন করে প্রতিনিধি রয়েছেন। তারা সংঘর্ষের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে তথ্য উপস্থাপন করবেন এবং এর ভিত্তিতে বিষয়টির সমাধান করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩১ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে