নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে