নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৭ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে