শাবিপ্রবি প্রতিনিধি

ভোলা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে তাঁরা বলেন, ইপ্সিতার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং নারী নিরাপত্তা ও ন্যায়বিচারে রাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। ইস্পিতার মৃত্যুকে কেন্দ্র করে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
তাঁরা আরও বলেন, ইপ্সিতা আর ফিরে আসবে না। কিন্তু এই দেশের মাটিতে আর কোনো ইপ্সিতাকে যেন হারাতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এ ঘটনা শুধু ইপ্সিতার নয়, প্রত্যেক নারীর জীবনের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। এ সময় রাষ্ট্রকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানা হয়। দাবিগুলো হলো, ইস্পিতা হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লঞ্চসহ সকল গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। মিডিয়া ও প্রশাসনের নীরবতা ভেঙে সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত রাষ্ট্রীয় অবস্থান নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভয়েস ফর জাস্টিসের সভাপতি মো. মমিনুর রশিদ শুভ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, সমাজকর্ম বিভাগের মারজিয়া সুলতানা পিংকি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাত তাবাসসুমসহ অনেকে।

ভোলা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে তাঁরা বলেন, ইপ্সিতার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং নারী নিরাপত্তা ও ন্যায়বিচারে রাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। ইস্পিতার মৃত্যুকে কেন্দ্র করে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
তাঁরা আরও বলেন, ইপ্সিতা আর ফিরে আসবে না। কিন্তু এই দেশের মাটিতে আর কোনো ইপ্সিতাকে যেন হারাতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এ ঘটনা শুধু ইপ্সিতার নয়, প্রত্যেক নারীর জীবনের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। এ সময় রাষ্ট্রকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানা হয়। দাবিগুলো হলো, ইস্পিতা হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লঞ্চসহ সকল গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। মিডিয়া ও প্রশাসনের নীরবতা ভেঙে সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত রাষ্ট্রীয় অবস্থান নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভয়েস ফর জাস্টিসের সভাপতি মো. মমিনুর রশিদ শুভ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, সমাজকর্ম বিভাগের মারজিয়া সুলতানা পিংকি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাত তাবাসসুমসহ অনেকে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
১৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৩০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে