শাবিপ্রবি প্রতিনিধি

ভোলা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে তাঁরা বলেন, ইপ্সিতার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং নারী নিরাপত্তা ও ন্যায়বিচারে রাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। ইস্পিতার মৃত্যুকে কেন্দ্র করে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
তাঁরা আরও বলেন, ইপ্সিতা আর ফিরে আসবে না। কিন্তু এই দেশের মাটিতে আর কোনো ইপ্সিতাকে যেন হারাতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এ ঘটনা শুধু ইপ্সিতার নয়, প্রত্যেক নারীর জীবনের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। এ সময় রাষ্ট্রকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানা হয়। দাবিগুলো হলো, ইস্পিতা হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লঞ্চসহ সকল গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। মিডিয়া ও প্রশাসনের নীরবতা ভেঙে সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত রাষ্ট্রীয় অবস্থান নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভয়েস ফর জাস্টিসের সভাপতি মো. মমিনুর রশিদ শুভ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, সমাজকর্ম বিভাগের মারজিয়া সুলতানা পিংকি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাত তাবাসসুমসহ অনেকে।

ভোলা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে তাঁরা বলেন, ইপ্সিতার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং নারী নিরাপত্তা ও ন্যায়বিচারে রাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। ইস্পিতার মৃত্যুকে কেন্দ্র করে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
তাঁরা আরও বলেন, ইপ্সিতা আর ফিরে আসবে না। কিন্তু এই দেশের মাটিতে আর কোনো ইপ্সিতাকে যেন হারাতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এ ঘটনা শুধু ইপ্সিতার নয়, প্রত্যেক নারীর জীবনের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। এ সময় রাষ্ট্রকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানা হয়। দাবিগুলো হলো, ইস্পিতা হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লঞ্চসহ সকল গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। মিডিয়া ও প্রশাসনের নীরবতা ভেঙে সহিংসতার বিরুদ্ধে একটি সম্মিলিত রাষ্ট্রীয় অবস্থান নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ভয়েস ফর জাস্টিসের সভাপতি মো. মমিনুর রশিদ শুভ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, সমাজকর্ম বিভাগের মারজিয়া সুলতানা পিংকি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাত তাবাসসুমসহ অনেকে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৩ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে