সিলেট প্রতিনিধি

প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরীর ব্যবসায়ীরা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গরু ও ছাগল কিনি, সে অনুযায়ী সিসিকের নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হয়।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা গত এক মাস থেকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানাই। কিন্তু সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজ থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।’
সিলেটের বাইরে অন্যান্য স্থানে এই দামের চেয়ে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয় দাবি করে আব্দুল খালিক বলেন, ‘আমরা গরু-ছাগল সিলেটের বাইরে থেকে কিনি। তাই পশুর দাম পড়ে বেশি। সারা দেশে এক দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।

প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরীর ব্যবসায়ীরা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গরু ও ছাগল কিনি, সে অনুযায়ী সিসিকের নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হয়।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা গত এক মাস থেকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানাই। কিন্তু সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজ থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।’
সিলেটের বাইরে অন্যান্য স্থানে এই দামের চেয়ে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয় দাবি করে আব্দুল খালিক বলেন, ‘আমরা গরু-ছাগল সিলেটের বাইরে থেকে কিনি। তাই পশুর দাম পড়ে বেশি। সারা দেশে এক দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৬ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে