Ajker Patrika

মৌলভীবাজারে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৪ জন। আজ শনিবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শ্রীমঙ্গলের ১৮ জন, রাজনগরের ১০ জন, কমলগঞ্জের ৬ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ জন। তিনি বড়লেখার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬ জনে।

মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন। যাদের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৪ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ীতে ৪ জন এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত