নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণে করেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরভবনের মেয়রের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। দুই মেয়রের ক্ষমতা বদলের অনুষ্ঠানে আনোয়ারজ্জামান ও আরিফ পত্নী, পরিবারের সদস্যরা, সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর বিকেল ৪টার দিকে নগরভবনের সামনে সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, ‘সবার সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন একটি সফল সিটি করপোরেশন হবে। অভিজ্ঞতার আলোকে আগের মেয়র সহযোগিতার হাত প্রসারিত করবেন, নতুন মেয়র অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা।’
এ ছাড়া ভার্চুয়ালি নবনির্বাচিত মেয়রকে স্বাগত বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেট সম্প্রীতির নগর। গত এক দশক এই নগরে বিএনপির আরিফুল হক চৌধুরী দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন।
গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। তাঁর শপথ গ্রহণ শেষ হয়েছে অনেক আগে। আজ আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণে করেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরভবনের মেয়রের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। দুই মেয়রের ক্ষমতা বদলের অনুষ্ঠানে আনোয়ারজ্জামান ও আরিফ পত্নী, পরিবারের সদস্যরা, সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর বিকেল ৪টার দিকে নগরভবনের সামনে সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, ‘সবার সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন একটি সফল সিটি করপোরেশন হবে। অভিজ্ঞতার আলোকে আগের মেয়র সহযোগিতার হাত প্রসারিত করবেন, নতুন মেয়র অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা।’
এ ছাড়া ভার্চুয়ালি নবনির্বাচিত মেয়রকে স্বাগত বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেট সম্প্রীতির নগর। গত এক দশক এই নগরে বিএনপির আরিফুল হক চৌধুরী দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন।
গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। তাঁর শপথ গ্রহণ শেষ হয়েছে অনেক আগে। আজ আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
কিশোরগঞ্জের ইটনায় এবার খাদ্যবান্ধব কমর্সূচির ডিলার নিয়োগের জন্য এলআর বাবদ ১ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া’ নামের আইডি থেকে কল রেকর্ডটি ছাড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
২০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বৈরামপুর গ্রামের আব্দুল মতিন ও পৌর শহরের ১২ নম্বর রেলওয়ে এলাকার রেজাউল হক। এ নিয়ে লাভলু হত্যাকাণ্ডে ছয়জনকে গ্রেপ্ত
৩৫ মিনিট আগেদিনাজপুরের বিরলে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম ভোবেশ চন্দ্র রায় (৫২)। তিনি উপজেলার শহর গ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত তারকানন্দ রায়ের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত ভোবেশ চন্দ্র রায়কে তাঁর বাড়ি
১ ঘণ্টা আগে