Ajker Patrika

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে সিসিকের কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক, সিলেট
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে সিসিকের কন্ট্রোল রুম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া দুর্গাপূজায় ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে সিসিকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। বিভিন্ন জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল অতীত রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সব পূজারি ও দর্শনার্থীরা যাতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’ 

পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশন এলাকার রাস্তা ঘাটে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। পূজার সময় নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সিসিক মেয়র। 

সিলেট সিটি করপোরেশন এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিক জরুরি সেবা নিশ্চিতে সিসিকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান। কন্ট্রোল রুম নম্বর ১০৭, নগর ভবন, সিলেট সিটি করপোরেশন, সিলেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত