মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলার রতনপুর স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভোটগ্রহণের উদ্বোধন করেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
জানা যায়, নির্বাচন সামনে রেখে কেন্দ্রের আশপাশে বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে রতনপুর এলাকা। গত কয়েক দিন ধরে তাঁদের প্রচারণায় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এ সংগঠনের ভোটার। আর গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।
এ বিষয়ে সংগঠনের নেতারা বলেন, এবার ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদে আটজন নির্বাচিত হবেন। মোট ভোটার ২২৫ জন। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন রতনপুর স্ট্যান্ড পরিচালনা শ্রমিক কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছিম চৌধুরী ও মাধবপুর বেবিট্যাক্সি সমিতির সাবেক সিরিয়াল ম্যান আনোয়ার আলী। নাছিম চৌধুরীর প্রতীক সিএনজি অটোরিকশা এবং আনোয়ার আলীর প্রতীক ছাতা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি মো. সেলিম মিয়া, সহসভাপতি ইউনুছ মিয়া, সড়ক ও যোগাযোগ কল্যাণ সম্পাদক খলিল মিয়া। এ ছাড়া সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, দপ্তর সম্পাদক পদে দুজন, যুগ্ম সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে দুজন ও সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য তিনজনের মধ্যে দুজন নির্বাচিত হবেন।
শ্রমিকেরা বলেন, ২০১৮ সালের জুন মাসে মো. নাছিম চৌধুরীর নেতৃত্বে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতিকে উচ্ছেদ করে স্ট্যান্ড দখলে নেয় হবিগঞ্জ জেলা অটোরিকশা-টেম্পো-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে টানা তিন বছর সভাপতির দায়িত্বে থাকেন মো. নাছিম চৌধুরী।
সভাপতি প্রার্থী মো. নাছিম চৌধুরী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতারা নির্বাচিত হবেন, এটি একটি সংগঠনের গণতান্ত্রিক চর্চা। এর আগে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির নামে স্ট্যান্ড দখল রেখে শুধু সংগঠন লাভবান ছিল। ২০১৮ সাল থেকে এ সংগঠনের ছায়াতলে এসে সুফল পেয়েছিল।
মো. নাছিম চৌধুরী আরও বলেন, `আমার কর্মকাণ্ডে সদস্যরা সন্তুষ্ট থাকলে অবশ্যই আমাকে নির্বাচিত করবেন।'
অপর প্রার্থী আনোয়ার আলী বলেন, `আমি দীর্ঘদিন শ্রমিকের পাশে ছিলাম। এখনো আছি। আমাকে যোগ্য মনে হলে অবশ্যই তাঁরা আমাকে নির্বাচিত করবেন।'

হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলার রতনপুর স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভোটগ্রহণের উদ্বোধন করেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
জানা যায়, নির্বাচন সামনে রেখে কেন্দ্রের আশপাশে বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে রতনপুর এলাকা। গত কয়েক দিন ধরে তাঁদের প্রচারণায় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এ সংগঠনের ভোটার। আর গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।
এ বিষয়ে সংগঠনের নেতারা বলেন, এবার ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদে আটজন নির্বাচিত হবেন। মোট ভোটার ২২৫ জন। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন রতনপুর স্ট্যান্ড পরিচালনা শ্রমিক কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছিম চৌধুরী ও মাধবপুর বেবিট্যাক্সি সমিতির সাবেক সিরিয়াল ম্যান আনোয়ার আলী। নাছিম চৌধুরীর প্রতীক সিএনজি অটোরিকশা এবং আনোয়ার আলীর প্রতীক ছাতা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি মো. সেলিম মিয়া, সহসভাপতি ইউনুছ মিয়া, সড়ক ও যোগাযোগ কল্যাণ সম্পাদক খলিল মিয়া। এ ছাড়া সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, দপ্তর সম্পাদক পদে দুজন, যুগ্ম সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে দুজন ও সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য তিনজনের মধ্যে দুজন নির্বাচিত হবেন।
শ্রমিকেরা বলেন, ২০১৮ সালের জুন মাসে মো. নাছিম চৌধুরীর নেতৃত্বে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতিকে উচ্ছেদ করে স্ট্যান্ড দখলে নেয় হবিগঞ্জ জেলা অটোরিকশা-টেম্পো-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে টানা তিন বছর সভাপতির দায়িত্বে থাকেন মো. নাছিম চৌধুরী।
সভাপতি প্রার্থী মো. নাছিম চৌধুরী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতারা নির্বাচিত হবেন, এটি একটি সংগঠনের গণতান্ত্রিক চর্চা। এর আগে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির নামে স্ট্যান্ড দখল রেখে শুধু সংগঠন লাভবান ছিল। ২০১৮ সাল থেকে এ সংগঠনের ছায়াতলে এসে সুফল পেয়েছিল।
মো. নাছিম চৌধুরী আরও বলেন, `আমার কর্মকাণ্ডে সদস্যরা সন্তুষ্ট থাকলে অবশ্যই আমাকে নির্বাচিত করবেন।'
অপর প্রার্থী আনোয়ার আলী বলেন, `আমি দীর্ঘদিন শ্রমিকের পাশে ছিলাম। এখনো আছি। আমাকে যোগ্য মনে হলে অবশ্যই তাঁরা আমাকে নির্বাচিত করবেন।'

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১৯ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে