সিলেটে চাঞ্চল্যকর পুতুল বেগম হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। গতকাল রোববার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মিজানুর রহমান ভূইঞা এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে স্ত্রী হত্যার দায়ে মামলার একমাত্র আসামি স্বামী ওমর ফারুক দোলনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এই ১ লাখ টাকা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ বিষয়টির নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, উমর ফারুক দোলন জৈন্তাপুর থানার আলুবাগান শ্রীপুর এলাকার বাসিন্দা। তিনি ২০১১ সালে সিলেটের পাঠানটুলা এলাকার রফিক আহমদের মেয়ে পুতুল বেগমকে বিয়ে করেন ৷ পুতুল বেগম মেজরটিলার স্কলার্স হোম স্কুলে চাকরি করতেন। ওমর ফারুক দোলনও এই প্রতিষ্ঠানে পিয়নের কাজ করতেন। বিয়ের কয়েক বছর পর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। ফলে পুতুল বেগম মায়ের কাছে সন্তানসহ চলে আসেন। গত ২০১৫ সালের ১৯ অক্টোবর পুতুল বেগমকে ফোন করে উমর ফারুক দোলন জাফলংয়ের ভ্যালি বোর্ডিং স্কুল এলাকায় নিয়ে গিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলেন। এদিকে মেয়ের খোঁজ না পেয়ে পিতা রফিক মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই বছরের ১ নভেম্বর জাফলং এলাকা থেকে লাশ উদ্ধারের খবর দেখে পুতুল বেগমের পিতামাতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুড়ি ও কাপড়চোপড় দেখে তাদের মেয়ে পুতুল বেগমের লাশ বলে শনাক্ত করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এই আলোচিত মামলায় রোববার দুপুরে বিচারক মিজানুর রহমান ভুইঞা ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রমে কারাদণ্ড ঘোষণা করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ময়নুল ইসলাম।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৮ মিনিট আগে