
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে চা শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল থেকে আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের প্রায় হাজার নারী শ্রমিক অংশ নেন। বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি করেছে।
আন্দোলনরত নারী শ্রমিক কুন্তী রবিদাস আজকের পত্রিকাকে জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পঁয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা। দ্বিগুণ টাকা না দিয়ে আবারও নারী শ্রমিকদের ওপর ২ কেজি বেশি পাতি উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়েছে।
আগের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখতে হবে। অন্যথায় আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান।
এ বিষয়ে চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তা ছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারব না।’

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে চা শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল থেকে আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের প্রায় হাজার নারী শ্রমিক অংশ নেন। বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি করেছে।
আন্দোলনরত নারী শ্রমিক কুন্তী রবিদাস আজকের পত্রিকাকে জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পঁয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা। দ্বিগুণ টাকা না দিয়ে আবারও নারী শ্রমিকদের ওপর ২ কেজি বেশি পাতি উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়েছে।
আগের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখতে হবে। অন্যথায় আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান।
এ বিষয়ে চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তা ছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারব না।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে