
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে চা শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল থেকে আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের প্রায় হাজার নারী শ্রমিক অংশ নেন। বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি করেছে।
আন্দোলনরত নারী শ্রমিক কুন্তী রবিদাস আজকের পত্রিকাকে জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পঁয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা। দ্বিগুণ টাকা না দিয়ে আবারও নারী শ্রমিকদের ওপর ২ কেজি বেশি পাতি উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়েছে।
আগের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখতে হবে। অন্যথায় আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান।
এ বিষয়ে চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তা ছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারব না।’

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে চা শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল থেকে আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের প্রায় হাজার নারী শ্রমিক অংশ নেন। বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি করেছে।
আন্দোলনরত নারী শ্রমিক কুন্তী রবিদাস আজকের পত্রিকাকে জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পঁয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা। দ্বিগুণ টাকা না দিয়ে আবারও নারী শ্রমিকদের ওপর ২ কেজি বেশি পাতি উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়েছে।
আগের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখতে হবে। অন্যথায় আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান।
এ বিষয়ে চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তা ছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারব না।’

টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের চাপায় এক অজ্ঞাতনামা নারী (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
৩ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
৩ ঘণ্টা আগে