Ajker Patrika

নিরিখ বাড়ানোর প্রতিবাদে নারী চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

নিরিখ বাড়ানোর প্রতিবাদে নারী চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে নিরিখ (পাতি উত্তোলন) বাড়ানোর প্রতিবাদে চা শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ শনিবার সকাল থেকে আলীনগর, সুনছড়া ও কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের প্রায় হাজার নারী শ্রমিক অংশ নেন। বিকেল তিনটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁরা।

শ্রমিকেরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি করেছে। 

আন্দোলনরত নারী শ্রমিক কুন্তী রবিদাস আজকের পত্রিকাকে জানান, চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭০ টাকা। তাতে নিরিখে ১৮ কেজি পাতি উত্তোলন করলে প্রতি কেজি পাতির মূল্য দাঁড়ায় ৯ টাকা পঁয়তাল্লিশ পয়সা। শ্রম আইনে রয়েছে অতিরিক্ত উত্তোলনে দ্বিগুণ মজুরি দেওয়ার কথা। দ্বিগুণ টাকা না দিয়ে আবারও নারী শ্রমিকদের ওপর ২ কেজি বেশি পাতি উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়েছে। 

আগের ১৮ কেজিতে নিরিখ বহাল রাখতে হবে। অন্যথায় আবারও আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা দাবি জানান। 

এ বিষয়ে চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাগানে নিরিখ বাড়ানো হয়েছে। তাতে আমাদেরও বাড়াতে হচ্ছে। তা ছাড়া হেড অফিসের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত