নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৯ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৯ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে