নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে