সিলেট প্রতিনিধি

তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের দুটি কলেজের অধ্যক্ষ। আজ সোমবার তাঁরা দুজনে পদত্যাগ করেন। এর আগে তাঁদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন।
পদত্যাগ করা দুই অধ্যক্ষ হলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে দেওয়া তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘আমি আমার অধ্যক্ষ পদ হইতে স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমার ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
এর আগে, ১১ আগস্ট অধ্যক্ষ মো. নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলেই ফোন কেটে দেন।
এদিকে, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ করেন।
এর আগে গতকাল রোববার কলেজে বিক্ষোভ কর্মসূচি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ মো. ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমি পদত্যাগ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের দুটি কলেজের অধ্যক্ষ। আজ সোমবার তাঁরা দুজনে পদত্যাগ করেন। এর আগে তাঁদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন।
পদত্যাগ করা দুই অধ্যক্ষ হলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে দেওয়া তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘আমি আমার অধ্যক্ষ পদ হইতে স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমার ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’
এর আগে, ১১ আগস্ট অধ্যক্ষ মো. নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলেই ফোন কেটে দেন।
এদিকে, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ করেন।
এর আগে গতকাল রোববার কলেজে বিক্ষোভ কর্মসূচি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ মো. ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমি পদত্যাগ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে