প্রতিনিধি, সিলেট

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে নিজের ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আজ শনিবার সকাল ১০টায় রেবতী রমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএম মেশিনে আতিকের আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভোট দিতে পারেননি। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা আতিককে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য অনুরোধ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদ রানা
এ বিষয়ে মো. মাসুদ রানা বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ইভিএম মেশিনে জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান ভোট দিতে পারেননি। বিষয়টি আমরা ঊর্ধ্বতনদের জানিয়েছি। আশা করি সমাধান হয়ে যাবে।’
জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান বলেন, ভোট দিতে একটি বুথে ঢুকলেও ইবিএমে ভোট দিতে ব্যর্থ হয়েছি। পরবর্তী সময়ে একে একে কেন্দ্রের আরও দুটি বুথে গিয়ে চেষ্টা করলে আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন টেকনিক্যাল সমস্যা সমাধান করার পর ভোট দিতে পারব।
তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থীর শফি আহমেদ চৌধুরী ভোট দিয়েছেন।
সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অপরদিকে দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।
এর আগে সকাল ৮টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে নিজের ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। আজ শনিবার সকাল ১০টায় রেবতী রমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএম মেশিনে আতিকের আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভোট দিতে পারেননি। এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা আতিককে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য অনুরোধ করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদ রানা
এ বিষয়ে মো. মাসুদ রানা বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ইভিএম মেশিনে জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান ভোট দিতে পারেননি। বিষয়টি আমরা ঊর্ধ্বতনদের জানিয়েছি। আশা করি সমাধান হয়ে যাবে।’
জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান বলেন, ভোট দিতে একটি বুথে ঢুকলেও ইবিএমে ভোট দিতে ব্যর্থ হয়েছি। পরবর্তী সময়ে একে একে কেন্দ্রের আরও দুটি বুথে গিয়ে চেষ্টা করলে আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন টেকনিক্যাল সমস্যা সমাধান করার পর ভোট দিতে পারব।
তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থীর শফি আহমেদ চৌধুরী ভোট দিয়েছেন।
সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অপরদিকে দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।
এর আগে সকাল ৮টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে