নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ইঞ্জিন হিট হয়ে আগুন ধরে পুড়ে গেছে বিআরটিসির একটি বাস। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬ জন শিক্ষার্থীসহ বাসের চালক ও হেলপার। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী বিআরটিসির দুটি এসি বাসে সিলেটের বিছনাকান্দি ঘুরতে যান। সন্ধ্যায় ঢাকা ফেরার পথে ৪৬ জন শিক্ষার্থীকে বহনকারী বাসটি গোয়াইনঘাটের নন্দীরগাঁও এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে শ্রমিকেরা ধাওয়া করে। এ সময় বাসের পেছনে ঢিলও ছোড়া হয়। এতে বাসের পেছনের বাঁ পাশের গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা জানান, গাড়ির পেছনে ঢিল ছোড়া হলে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসার পথে বাসের হেডলাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক হেলপার নেমে দেখতে পান ধোঁয়া উঠছে। এ সময় দ্রুত আতঙ্কিত চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে বিকল্প ব্যবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল শিক্ষার্থীদের দরগাহ গেটের হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌঁছে দেয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ৯৭ জন শিক্ষার্থী বিছনাকান্দি বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গোয়াইনঘাটের নন্দীরগাঁও নামক স্থানে একটি বাসে ঢিল ছোড়া হলে গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন। চালক বাসটি নিয়ে সিলেট ক্যাডেট কলেজে এসে অবস্থান করেন। সেখান থেকে ছেড়ে শহরে আসার পথে মালনীছড়া এলাকায় হেডলাইট বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ করে যান্ত্রিক ত্রুটি খুঁজতে গিয়ে হেলপার দেখতে পান ধোঁয়া উঠছে। তা দেখে চালকসহ যাত্রীরা নেমে পড়তেই বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন হিট হয়ে অথবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন তারা।
প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে মঙ্গলবার দিনভর সিলেটে পরিবহন ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। তাঁরা সড়কে সব ধরনের যানবাহন চলাচল প্রতিহত করেন। এতে করে সাধারণ মানুষ ও দূর-দূরান্তে যাত্রীরা হয়রানির শিকার হন। দিনভর দুর্ভোগের পর রাতে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিত করা হয়।

সিলেটে ইঞ্জিন হিট হয়ে আগুন ধরে পুড়ে গেছে বিআরটিসির একটি বাস। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬ জন শিক্ষার্থীসহ বাসের চালক ও হেলপার। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী বিআরটিসির দুটি এসি বাসে সিলেটের বিছনাকান্দি ঘুরতে যান। সন্ধ্যায় ঢাকা ফেরার পথে ৪৬ জন শিক্ষার্থীকে বহনকারী বাসটি গোয়াইনঘাটের নন্দীরগাঁও এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে শ্রমিকেরা ধাওয়া করে। এ সময় বাসের পেছনে ঢিলও ছোড়া হয়। এতে বাসের পেছনের বাঁ পাশের গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা জানান, গাড়ির পেছনে ঢিল ছোড়া হলে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসার পথে বাসের হেডলাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক হেলপার নেমে দেখতে পান ধোঁয়া উঠছে। এ সময় দ্রুত আতঙ্কিত চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে বিকল্প ব্যবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল শিক্ষার্থীদের দরগাহ গেটের হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌঁছে দেয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ৯৭ জন শিক্ষার্থী বিছনাকান্দি বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গোয়াইনঘাটের নন্দীরগাঁও নামক স্থানে একটি বাসে ঢিল ছোড়া হলে গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন। চালক বাসটি নিয়ে সিলেট ক্যাডেট কলেজে এসে অবস্থান করেন। সেখান থেকে ছেড়ে শহরে আসার পথে মালনীছড়া এলাকায় হেডলাইট বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ করে যান্ত্রিক ত্রুটি খুঁজতে গিয়ে হেলপার দেখতে পান ধোঁয়া উঠছে। তা দেখে চালকসহ যাত্রীরা নেমে পড়তেই বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন হিট হয়ে অথবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন তারা।
প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে মঙ্গলবার দিনভর সিলেটে পরিবহন ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। তাঁরা সড়কে সব ধরনের যানবাহন চলাচল প্রতিহত করেন। এতে করে সাধারণ মানুষ ও দূর-দূরান্তে যাত্রীরা হয়রানির শিকার হন। দিনভর দুর্ভোগের পর রাতে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিত করা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে