প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৩৮ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে চার জেলায় ৫৪৬ জন করোনায় মারা গেলেন। এর মধ্যে সিলেট জেলার ৪৩৮ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারের ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৪২৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৯৫৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৯৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৪৮৩ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৯৪১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৫৬ জন করে আক্রান্ত হয়েছেন।
গত একদিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সব মিলিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারে ৪০ জন চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৩৮ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে চার জেলায় ৫৪৬ জন করোনায় মারা গেলেন। এর মধ্যে সিলেট জেলার ৪৩৮ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারের ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৪২৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৯৫৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৯৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৪৮৩ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৯৪১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৫৬ জন করে আক্রান্ত হয়েছেন।
গত একদিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সব মিলিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারে ৪০ জন চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে