প্রতিনিধি, সিলেট

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত নয়জনের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ ও ১৪ তারিখে একই সংখ্যক মৃত্যুর হয়।
নতুন শনাক্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন থেকে জানা যায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্র অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ১৩ জনে। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।
এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া নিশ্চিত করেছেন।

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৫৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত নয়জনের মধ্যে সিলেট জেলার সাতজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। এর আগে চলতি মাসের ৭ তারিখ ও ১৪ তারিখে একই সংখ্যক মৃত্যুর হয়।
নতুন শনাক্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন এবং মৌলভীবাজারে ১১৩ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদন থেকে জানা যায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় চার জেলা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২৯৮ জনের। সে হিসেবে সিলেটে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। আর সুস্থ হয়ে উঠেছেন ২৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্র অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ১৩ জনে। যার সর্বাধিক সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।
এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া নিশ্চিত করেছেন।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে