সুনামগঞ্জ প্রতিনিধি

পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।

পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে