সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে জুয়েল আহমদ (৩৬) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেন ছালিয়া বড় বাড়ির সুলতান আহমদ।
অভিযুক্ত জুয়েল আহমদ (৩৬) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সৈয়দ আলীর ছেলে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার দুপুর আড়াইটায় মোটরসাইকেল দিয়ে ছাতকের নোয়াকুট গ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে রওয়ানা করেন তিনি। নোয়াগাঁও মসজিদের পশ্চিমে পৌঁছামাত্র জুয়েল আহমদ ৩-৪ জন লোক নিয়ে লোহার রড ও বাঁশের লাঠি হাতে নিয়া পূর্ব থেকে রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় মোটরসাইকেলের গতিরোধ করে।
মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে জুয়েল আহমদ বলে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতে হলে যাওয়ার সময় ২০০ টাকা এবং আসার সময় ২০০ টাকা চাঁদা দিতে হবে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় জুয়েল আহমদ বলেন, ‘সবাই দেয় তুই দিবি না কেন।’ তর্কাতর্কির একপর্যায়ে জুয়েল আহমদ ও তাহার সঙ্গীরা মারপিট করতে উদ্ধত হয়। তখন নিরুপায় হয়ে জুয়েল আহমদকে ২০০ টাকা দিতে বাধ্য হই। ফিরে আসার সময় আরও ২০০ টাকা দেব মর্মে স্বীকার করি।
অভিযোগকারী সুলতান আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বাড়ি ওই এলাকায়। আমি একটা বিয়েতে যাচ্ছিলাম। তখন দেখি রাস্তায় কাজ চলতেছে। তাই আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন জুয়েল দৌঁড়ে এসে আমার পথরোধ করে। জুয়েল আগে থেকেই আমাকে চেনে এবং আমিও তাকে চিনি। তারপরও সে এসে বলে টাকা দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে।’
আমি এ বিষয়ে স্থানীয় মুরব্বি ও সবাইকে জানিয়েছি। ওই এলাকার মানুষের সামনে সে আমাকে প্রচুর অপমান করছে। প্রয়োজন হলে আমি সংবাদ সম্মেলন করব। এই রাস্তায় সব ধরনের গাড়ি থেকে তারা চাঁদাবাজি করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
জুয়েল নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে রাস্তায় চাঁদাবাজি করছে। সে এই রাস্তায় চলাচলকারী ট্রলি গাড়ি থেকে ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা নিয়ে থাকে।
এ বিষয়ে জুয়েল আহমদকে বারবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন বলেন, কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করলে দল কোনোভাবে এর দায়ভার নিবে না। ব্যক্তির চেয়ে দল বড়। কারও ব্যক্তিগত অপরাধের সঙ্গে কোম্পানীগঞ্জ যুবলীগ কোনোভাবে জড়িত নয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘চাঁদাবাজির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য একজন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।’
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ‘অভিযোগের কপি পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করব। দুইপক্ষকেই ডাকবো। দোষী সাব্যস্ত হলে আমরা ব্যবস্থা নেব।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৪ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
২১ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে