মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ৩০ জনকে পুশ ইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি তাঁদের আটক করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানায় তাঁদের হস্তান্তর করা হবে।
এর আগে গত দুই সপ্তাহে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে দুই শতাধিক মানুষকে বিএসএফ পুশ ইন করলেও বিজিবি ১১৮ জনকে আটক করে। বিজিবি তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে থানা-পুলিশ তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে আসা নারীসহ ১৬ জনকে আজ দুপুরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে তুলে দেয়। একই দিনে ভোরে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে আসা আরও ১৪ জনকে আটক করে বিজিবি।
আটককৃতরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরও লোকজনকে আটক করে রেখেছে বিএসএফ। তাঁদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন তাঁরা।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বড়লেখা সীমান্ত দিয়ে আসা আরও ১৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে। মুরইছড়া দিয়ে আসা ১৪ জনের আটকের বিষয় নিশ্চিত করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও শিশু চারজন রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ৩০ জনকে পুশ ইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি তাঁদের আটক করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানায় তাঁদের হস্তান্তর করা হবে।
এর আগে গত দুই সপ্তাহে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে দুই শতাধিক মানুষকে বিএসএফ পুশ ইন করলেও বিজিবি ১১৮ জনকে আটক করে। বিজিবি তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে থানা-পুলিশ তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে আসা নারীসহ ১৬ জনকে আজ দুপুরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে তুলে দেয়। একই দিনে ভোরে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে আসা আরও ১৪ জনকে আটক করে বিজিবি।
আটককৃতরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরও লোকজনকে আটক করে রেখেছে বিএসএফ। তাঁদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন তাঁরা।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বড়লেখা সীমান্ত দিয়ে আসা আরও ১৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে। মুরইছড়া দিয়ে আসা ১৪ জনের আটকের বিষয় নিশ্চিত করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও শিশু চারজন রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে