বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে (২ মে) জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন। তিনি বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বিলেতের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম ছেলে। তিনি ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
পাঁচ দশক আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্যে ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, ঈসমাইল উদ্দিন গত ২ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি থেকে তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট, তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী হাসান খান পান ১ হাজার ৪৫০। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ডে ভোটারদের ৭০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত ও বাকি ৩০ শতাংশ ভোটার বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক।
ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন গণজাগরণ তৈরি করতে পেরেছেন। তারই ফল পেয়েছেন নির্বাচনে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির উদ্দিন ও আসমা বেগম দম্পতির সন্তান ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন একাডেমিতে মাধ্যমিক শিক্ষার সময় স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডিকসন কলেজের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
ঈসমাইল উদ্দিন বর্তমানে লিডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত। সেখানকার মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তিনি।

মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে (২ মে) জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন। তিনি বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বিলেতের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম ছেলে। তিনি ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
পাঁচ দশক আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্যে ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, ঈসমাইল উদ্দিন গত ২ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি থেকে তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট, তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী হাসান খান পান ১ হাজার ৪৫০। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ডে ভোটারদের ৭০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত ও বাকি ৩০ শতাংশ ভোটার বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক।
ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন গণজাগরণ তৈরি করতে পেরেছেন। তারই ফল পেয়েছেন নির্বাচনে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির উদ্দিন ও আসমা বেগম দম্পতির সন্তান ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন একাডেমিতে মাধ্যমিক শিক্ষার সময় স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডিকসন কলেজের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
ঈসমাইল উদ্দিন বর্তমানে লিডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত। সেখানকার মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তিনি।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে